আগামী সোমবার থেকে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

এবছর ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের লিগশিল্ড জিতেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। এই জয়ের ফলে নয়া সিজনে এএফসি চ্যাম্পিয়নস…

Mohun Bagan to Begin Practic

এবছর ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের লিগশিল্ড জিতেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। এই জয়ের ফলে নয়া সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগে লড়াই করবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রিমিয়ার ডিভিশন লিগের পাশাপাশি রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স থেকেছে এই প্রধানের।

শুরুটাই যথেষ্ট ভাল হলেও পরবর্তীতে এই দুই টুর্নামেন্টেই একেবারে ব্যাক ফুটে চলে আসতে হয় তাদের। বিশেষ করে কলকাতা লিগে সার্দান সমিতির পাশাপাশি মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে আটকে গিয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় মোহনবাগান।

   

পরবর্তীতে ডেভেলপমেন্ট লিগে কি মামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে বড় ব্যবধানে পরাজিত করলেও জাতীয় স্তরের পর আর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। কিন্তু নতুন সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান শিবির। সেজন্য, জুনিয়র দলের কোচ বাস্তব রায়ের পরিবর্তে ডেগী কার্ডোজোর হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব।

পূর্বে ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল এফসি গোয়ার মতো দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার তার তত্ত্বাবধানেই আগামী সোমবার থেকে সিএফএলের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগানের ছোটরা। সেই সাথে গোলকিপার কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন অভ্র মন্ডল। সব ঠিকঠাক থাকলে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের নতুন সিজনে ও তার তত্ত্বাবধানে নামতে পারে মোহনবাগান।

কিন্তু তার আগে কলকাতা লিগের জন্য শক্তিশালী দল গঠন করাই এখন অন্যতম লক্ষ্য তাদের। যতদূর খবর, প্রায় তিরিশ জন ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবে মেরিনার্সরা।