J&K: দু’দিনে কাশ্মীরে তৃতীয় জঙ্গি হামলা, আহত পুলিশকর্মী

ফের জঙ্গিদের নিশানায় পুলিশ ও যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে অনন্তনাগের বিজবেহারা এলাকায় পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ দলের উপর জঙ্গি…

ফের জঙ্গিদের নিশানায় পুলিশ ও যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে অনন্তনাগের বিজবেহারা এলাকায় পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ দলের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

জঙ্গিদের অতর্কিত হামলায় এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে ইতিমধ্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গোটা এলাকাকে ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা। এর আগে বৃহস্পতিবার রাতে বান্দিপোরায় অ-কাশ্মীরি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই হামলার বিষয়ে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গভীর রাতে বান্দিপোরার সোদনারা সুম্বলে বিহারের এক শ্রমিক মহম্মদ আমরেজের উপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী।

   

বৃহস্পতিবার সকালে জম্মু ডিভিশনের রাজৌরিতে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় তিনজন সেনা জওয়ান শহিদ হন। বৃহস্পতিবার রাজোরি জেলার দারহাল তহসিলের পারগাল ধোকে ভারতীয় সেনাবাহিনীর কোম্পানি অপারেটিং বেস ক্যাম্পে ফিদায়েঁ হামলা চালায় জঙ্গিরা। এতে ভারতীয় সেনার চার জওয়ান শহিদ হন, পাল্টা জবাবে ভারতীয় সেনাও দুই জঙ্গিদীকে খতম করে।