Odisha: করমণ্ডলের মতো যশবন্তপুর এক্সপ্রেসও লাইনচ্যুত, নিহতের সংখ্যা বাড়ছে

মালগাড়ির সাথে ধাক্কা নয়। চেন্না়ইগামী করমণ্ডল এক্সপ্রেস (coromandel express) উল্টে যাওয়ার কারণ হাওড়ার দিকে আসা যশবন্তপুর এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া। ওড়িশায় (odisha) যশবন্তপুরের ছিটকে আসা কামরার…

Odisha: করমণ্ডলের মতো যশবন্তপুর এক্সপ্রেসও লাইনচ্যুত, নিহতের সংখ্যা বাড়ছে

মালগাড়ির সাথে ধাক্কা নয়। চেন্না়ইগামী করমণ্ডল এক্সপ্রেস (coromandel express) উল্টে যাওয়ার কারণ হাওড়ার দিকে আসা যশবন্তপুর এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া। ওড়িশায় (odisha) যশবন্তপুরের ছিটকে আসা কামরার ধাক্কায় উল্টে যায় করমণ্ডল। দুটি এক্সপ্রেসের কামরায় নিহতের সংখ্যা নিয়ে উদ্বেগ।

করমণ্ডল ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসে করে রাজ্যের বহু মানুষ ভেলোরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন। তাই উদ্বেগ বাড়ছে।

দুটি ট্রেনের নিচে থেকে বহু বয়স্ক রোগীকে উদ্ধার করা হয়েছে এবং এখনও বহু মানুষ একটি বগির নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

Advertisements

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুতর ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর আসছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

হাওড়া, শালিমার, খড়্গপুর, বালেশ্বর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217 খড়্গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339। বালাসোরের হেল্পলাইন নম্বর: 8249591559 এবং 7978418322। শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746