Coromandel Accident Helpline: লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর দেখে নিন

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে ওড়িশায় মালগাড়িকে ধাক্কা মেরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। কটকের সংবাদমাধ্যমের খবর আহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। (আহতের সংখ্যা…

Coromandel Express train derailed

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে ওড়িশায় মালগাড়িকে ধাক্কা মেরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস।

কটকের সংবাদমাধ্যমের খবর আহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। (আহতের সংখ্যা বাড়তে পারে) হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

   

হেল্পলাইন নম্বরগুলি হল-

হেল্পলাইন নম্বর হল – 6782262286
করমণ্ডল এক্সপ্রেসের হেল্পলাইন নম্বর
হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217
খড়্গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339
বালাসোরের হেল্পলাইন নম্বর: 8249591559 এবং 7978418322
শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746

শুক্রবার ২রা জুন বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। (coromandel express) বেশিরভাগ কামরা লাইনচ্যুত। মালগাড়ির সাথে ধাক্কা। বহু যাত্রী আটকে। তাদের টেনে বের করার চেষ্টা চলছে। ভয়াবহ পরিস্থিতি।

করমণ্ডলের ভিতর বীভতস পরিস্থিতি। বেশিরভাগ যাত্রী বাঙালি। খড়্গপুর থেকে গেছে উদ্ধারকারী দল। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস।

হাওড়ার শালিমার স্টেশন শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে। রেলের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।