Odisha: করমণ্ডলের উপর ছিটকে পড়ল যশবন্তপুরের বগি, মালগাড়িতেও ধাক্কা…পিষে গেলেন যাত্রীরা

পিষে গেছেন যাত্রীরা। শতাধিক নিহত বলেই আশঙ্কা বাড়ছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ওড়িশার (Odisha) বহঙ্গা বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি এক্সপ্রেস ও একটি…

পিষে গেছেন যাত্রীরা। শতাধিক নিহত বলেই আশঙ্কা বাড়ছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ওড়িশার (Odisha) বহঙ্গা বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি এক্সপ্রেস ও একটি মালগাড়ি। ভয়াবহ দুর্ঘটনার পর এই শাখায় একাধিক ট্রেন বাতিল।

জানা যাচ্ছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের উপর ছিটকে আসে হাওড়াগামী যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের বেলাইন হওয়া কামরাগুলি। তার ধাক্কায় করমণ্ডলের বগিগুলি ছিটকে পড়ে একটি মালগাড়ির উপরে।

একসাথে তিনটি ট্রেন একই জায়গায় দুর্ঘটনার কবলে এমনটা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। বহঙ্গা বাজারে মৃত্যুমিছিল চলছে। ওড়িশা সরকারের উদ্ধারকারী দল ঘটমাস্থলে। পশ্চিমবঙ্গ থেকেও গেছে উদ্ধারকারীরা।

চারদিকে ছড়িয়ে বহু যাত্রীর দেহ। রক্তাক্ত বহু যাত্রীকে উদ্ধার করা হয়ে। চিকিৎসাধীন বহু যাত্রী আশঙ্কাজনক।দুর্ঘটনার তীব্রতা ও ভয়াবহতা দেখে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের আশঙ্কা রয়েছে।