Odisha: রাস্তায় ছড়িয়ে একাধিক মৃতদেহ, কেওনঝড়ে কত জনের মৃত্যু?

ওড়িশায়(Odisha) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কেওনঝড় জেলায়। জানা গিয়েছে যাত্রী বোঝাই ভ্যানটি সরাসরি গিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে। ভ্যানে…

Odisha Keonjhar Accident

ওড়িশায়(Odisha) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কেওনঝড় জেলায়। জানা গিয়েছে যাত্রী বোঝাই ভ্যানটি সরাসরি গিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে। ভ্যানে করে ঘাটগাঁও তারিণী মন্দিরে বেড়াতে যাচ্ছিলেন ওই ২০ জন যাত্রী।পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ভ্যানটি দ্রুত গতিতে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সম্ভবত চালক ট্রাকটি দেখতে পাননি সেই কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষের ফলে ভ্যানটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মারা যান ৭ জন|

মৃতদের মধ্যে বিজেডির প্রাক্তন রাজ্যসভা সাংসদ রেণুবালা প্রধানের আত্মীয়ও রয়েছেন। দুর্ঘটনায় আহতদের ঘাটগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে যাদের অবস্থা খুবই খারাপ তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় মহাসড়কে। কেনঝাড় জেলার বারবিল ও জোহরের সংযোগকারী এই মহাসড়কে অতীতে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণেই। আসলে হাইওয়েতে শত শত লোহা-আকরিক বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।