Animal: হতাশ বাংলাদেশ, দেখা যাবে না রণবীরের অ্যানিমেল

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকরা মুখিয়ে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুরের নতুন সিনেমা ‘অ্যানিমেল’ (Animal) সিনেমাটি দেখার জন্য। ভারতের পাশাপাশি বাংলাদেশেও প্রচুর ভক্ত রয়েছে রণবীরের।…

Ranbir Kapoor's Animal not to be release in bangladesh

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকরা মুখিয়ে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুরের নতুন সিনেমা ‘অ্যানিমেল’ (Animal) সিনেমাটি দেখার জন্য। ভারতের পাশাপাশি বাংলাদেশেও প্রচুর ভক্ত রয়েছে রণবীরের। আজ,শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতসহ গোটা বিশ্বে। তবে বাংলাদেশে রণবীর কাপুরের ফ্যানদের জন্য রয়েছে দুঃসংবাদ।

বেশ কয়েক দিন ধরেই জোর চর্চা চলছিল, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে রণবীরের ‘অ্যানিমেল’। আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রক থেকে সিনেমাটি মুক্তির অনুমতিও পেয়েছে বলেও জানা যায়। কিন্তু দেশে এখনই মুক্তি পাচ্ছে না এ সিনেমাটি।

‘অ্যানিমেল’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, সিনেমাটি এখনও সেন্সরে জমাই পড়েনি। ছাড়পত্র তো আরও পরের বিষয়। এরকম তথ্য পেয়ে আমি নিজেই অবাক হয়েছি। তথ্য মন্ত্রকের অনুমোদন পেলেও দেশে কোনো সিনেমা মুক্তি দিতে হলে তা সেন্সর বোর্ডে প্রদর্শনপূর্বক ছাড়পত্র নিতে হয়।

তিনি আরও বলেন, আমরা এখনও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমাটি হাতে পাইনি। দেশে তথ্য মন্ত্রক থেকে অনুমতির পর কাগজপত্রের কিছু বিষয় থাকে। তারা (আমদানিকারক) হয়তো সেগুলো এখনও প্রস্তুত করতে পারেনি। সুতরাং সিনেমাটি দেশে মুক্তি পাচ্ছে না, এটা কনফার্ম।

এদিকে মুক্তি উপলক্ষে দেশের কিছু প্রেক্ষাগৃহে ‘অ্যানিমেল’র অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। সেসব টিকিটের তারিখ-প্রদর্শনী আপাতত পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানায় হল প্রেক্ষাগৃহের মালিকরা।

বাংলাদেশে ‘অ্যানিমেল’ সিনেমটি আনার নেপথ্যে রয়েছেন নির্মাতা অনন্য মামুন। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এনেছিলেন তিনি। উল্লেখ্য, সঞ্জয় রেড্ডি বাঙ্গা ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।