Odisha: জঙ্গলমহল ছকে মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরকে মৃত সাংবাদিক

Dead journalist killed by Maoists

সন্দেহ ছিল কিছু একটা আছে। বহু চর্চিত পশ্চিমবঙ্গের মাওবাদী বিস্ফোরণের নজির উপেক্ষা করা কাল হয়ে দাঁড়াল। এবার ওডিশায় (Odisha) মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরকে মৃত সাংবাদিক। এক দশক আগে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে ঝিটকার জঙ্গলে ভয়াবহ বিস্ফোরণে হয়েছিল রক্তাক্ত পরিস্থিতি।

ওডিশার কালাহান্ডি জেলায় মাওবাদী বিস্ফোরণে মৃত সাংবাদিকের নাম রোহিত বিসওয়াল। তিনি পঞ্চায়েত ভোটের খবর সংগ্রহ করতে গেছিলেন। চলতি মাসের ১৬ ও ২৪ তারিখে ওড়িশায় বেশ কয়েকটি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে।

   

কালাহান্ডি জেলায় ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। শনিবার সকালে খবর মেলে কলাহান্ডি জেলার মদনপুর-রামপুর ব্লকের মোহনগিরি গ্রামে গ্রামবাসীদের ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়েছে মাওবাদীরা। ভোট বয়কটের পোস্টার সাঁটিয়েছে।

সেই খবর সংগ্রহের জন্য শনিবার দুপুরে ওই গ্রামে যান সাংবাদিক রোহিত বিসওয়াল। পোস্টারের ছবি তোলার জন্য রোহিত এগিয়ে যেতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ওই সাংবাদিকের মৃত্যু হয়। রোহিত ‘ধরিত্রী’ নামে এক স্থানীয় সংবাদপত্রের কালাহান্ডির জেলা সংবাদদাতা।

কালাহান্ডির পুলিশ সুপার বিবেক এম শ্রবণা জানিয়েছেন,অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন, বেশিরভাগ সময় মাওবাদীরা পোস্টারের কাছে বিস্ফোরক লুকিয়ে রাখে। সে জন্য যথেষ্ট সতর্কতা মেনে পোস্টারের কাছে যেতে হয়। শ্রবণা বলেন, খুব সম্ভবত ওই রিপোর্টার পোস্টারগুলির কাছে ছবি তুলতে গিয়েছিলেন। সে সময় মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরকে পা পড়ায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণেই সাংবাদিক রোহিতের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে একটি মোটরসাইকেলের পাশেই পড়ে রয়েছে রোহিতের রক্তাক্ত দেহ। ওই মোটরসাইকেলে চড়েই রোহিত মোহনগিরি গ্রামে গিয়েছিলেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

সাংবাদিক রোহিতের মৃত্যুর খবর জানার পর তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃত সাংবাদিকের পরিবারকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন