Yuvaan: পড়াশোনার পথে প্রথম ধাপ হাতেখড়ি হল ইউভানের

কলকাতা: সকাল সকাল ধুতি-পাঞ্জাবি পরে মায়ের কোলে বসে পড়াশোনার পথে প্রথম ধাপ রেখে ফেলেছেন ইউভান (Yuvaan)। মাত্র দেড় বছর বয়সে হাতেখড়ি হল ‘রাজপুত্র’এর। স্লেটজুড়ে আঁকাবাঁকা…

yuvaans-first-step-to-alphabet-is-done-this-saraswati-puja

কলকাতা: সকাল সকাল ধুতি-পাঞ্জাবি পরে মায়ের কোলে বসে পড়াশোনার পথে প্রথম ধাপ রেখে ফেলেছেন ইউভান (Yuvaan)। মাত্র দেড় বছর বয়সে হাতেখড়ি হল ‘রাজপুত্র’এর। স্লেটজুড়ে আঁকাবাঁকা অক্ষরে অ-আ ক-খ বাংলা বর্ণমালা লিখে ফেলল ইউভান।

সরস্বতী পুজোর দিন রাজের প্রযোজনা সংস্থার সমস্ত কর্মী হাজির অফিসে। হাতে হাত মিলিয়ে প্রত্যেকে আয়োজন করেছে পুজোর। সেখানেই মায়ের কোলে চেপে হইহই করতে করতে হাজির খুদে। সবার সঙ্গে হুল্লোড়ে মেতেছে। তার পরে মনোযোগ দিয়ে পা রেখেছে পড়াশোনার প্রথম ধাপে। মায়ের হাত ধরে লিখে ভারী খুশি সে।খুশি বাবা রাজও।

সকাল থেকে রাজের পুজোয় হাজির ছিলেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, মানালি দে। ছেলের হাতেখড়ি বলে কথা। ধুমধাম করে পুজো সেরেছেন সেলেব জুটি। এছাড়া রাজের অনুষ্ঠান মানেই এলাহি ভোজের আয়োজন। দুপুরে আমন্ত্রিতদের জন্য ভোগের খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, মিষ্টি তো ছিলই। আর ছিল শীত-স্পেশ্যাল কড়াইশুঁটির কচুরি, আলুর দম।