loksabha election 2024:’বিজেপিতে না গেলেই হবে জেল ‘,দাবি অতিশির

  সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা ভোটের মুখে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে উত্তেজনায় জাতীয় রাজনীতি। ঠিক তার মাঝেই…

Atishi Marlena

 

সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা ভোটের মুখে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে উত্তেজনায় জাতীয় রাজনীতি। ঠিক তার মাঝেই বিশেষ অভিযোগ তুললেন অতিশি তি বলেন তাঁর এক বিশ্বস্ত সহযোগীর মাধ্যমে বিজেপি তাঁকে তাঁদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অতিশি আরও অভিযোগ করেন, বিজেপি নাকি হুঁশিয়ারি দিয়েছে, তিনি যদি দল বদল না করেন, তাহলে এক মাসের মধ্যে ইডি তাঁকেও গ্রেফতার করবে।

   

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আবগারি কেলেঙ্কারি মামলায়। ইডি হেফাজত থেকে জেলে পাঠানো হয়েছে কেজরিকে। এরই মাঝে ইডি আদালতে দাবি করে,কেজরিওয়াল নাকি জেরার সময় দিল্লির মন্ত্রী অতিশির নাম নিয়েছেন। এই আবহে এবার সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক দাবি করলেন দিল্লির মন্ত্রী। অতিশি আজ অভিযোগ করলেন,তাঁর এক বিশ্বস্ত সহযোগীর মাধ্যমে বিজেপি তাঁকে তাঁদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

এ ছারাও অতিশির দাবি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকেও ইডি গ্রেফতার করবে ইডি। অতিশি আরও বলেন,’আমাকে বলা হয়েছে, খুবই শীঘ্রই ইডি আমাদের বাড়িতে হানা দেবে। এরপরই আমাদের তারা হেফাজতে নেবে। বিজেপি এখন আম আদমি পার্টির পরবর্তী প্রজন্মের নেতাদের আক্রমণ করছে। ‘ব্যক্তিগত সহযোগীর মাধ্যমে আমাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে, হয় আমি বিজেপিতে যোগ দিতে পারি এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে পারি বা আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমার খুব কাছের একজন ব্যক্তি আমাকে বলেছিলেন,যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আম আদমি পার্টি নেতাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সত্যেন্দ্র জৈন,মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং থেকে শুরু করে এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখন তাঁরা আরও চার শীর্ষ নেতাকে গ্রেফতার করতে চায়। আমি, রাঘব চাড্ডা, এবং সৌরভ ভরদ্বাজ তাঁদের নজরে আছি।’ জানিনা বিজেপি দেশজুড়ে কোন খেলায় মেতেছে।