মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল নভি মুম্বইয়ের একটি কেমিক্যাল সংস্থার অফিসে। নবভারত ইন্ডাট্রিয়াল কেমিক্যাল( Navabharat Industrial Chemical Company) নামক একটি বেসরকারী সংস্থার অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আগুন দ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে।
#WATCH | Maharashtra | Massive fire breaks out at Navabharat Industrial Chemical Company in MIDC, Navi Mumbai. Fire tenders are present at the spot and fire fighting operations are underway. No injuries or casualties reported. Details awaited. pic.twitter.com/BNsvWuVpze
— ANI (@ANI) April 2, 2024
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও আপাতত হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা ছুটে যায়।
সেই স্থানে সঙ্গে সঙ্গে দমকল পৌঁছায়। আগুন নেভানোর কাজ জোরকদমে শুরু হয়। তবে কালো ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে চারিপাশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই সময় ওই সংস্থার অফিসে কতজন উপস্থিত ছিল নাকি আদেও কেউ ছিল না সেটা জানা যায়নি।