NIA: ডন দাউদ পাকিস্তানে, তার সঙ্গীদের খোঁজে মুম্বইয়ে তল্লাশি অভিযান

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বই শহরজুড়ে তল্লাশি অভিযান চালাল এনআইএ। সোমবার মুম্বইয়ে কমপক্ষে ২০ টি জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। বান্দ্রা, বোরিভ্যালি, গোরেগাঁও,…

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বই শহরজুড়ে তল্লাশি অভিযান চালাল এনআইএ। সোমবার মুম্বইয়ে কমপক্ষে ২০ টি জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। বান্দ্রা, বোরিভ্যালি, গোরেগাঁও, পারলে, সান্টাক্রুজ, মালাডের মতো বিভিন্ন এলাকায় একই সঙ্গে তল্লাশি চালানো হয়।

মুম্বইয়ে দাউদের একাধিক সঙ্গীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনআইএ। বিভিন্ন মাদক পাচারকারী, হাওলা কারবারের সঙ্গে যুক্তদের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে।

   

এদিন তল্লাশি চলাকালীন দাউদ ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামে এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করা হয়। সেলিমের বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দাউদ গোষ্ঠীর একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা বেশিরভাগই দেশছাড়া। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে এনআইএ।

মুম্বই বিস্ফোরণের সঙ্গে দাউদের নাম জড়িয়ে আছে। এছাড়াও মুম্বই শহর-সহ গোটা দেশে মাদক পাচার, অপহরণ, খুন, তোলাবাজি-সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত রয়েছে দাউদের নাম। তবে দীর্ঘদিন আগেই অন্ধকার জগতের ডন দেশ ছেড়ে পালিয়েছে। আপাতত তার ঠিকানা পাকিস্তান বলেই জানিয়েছে গোয়েন্দা দফতর।

Advertisements

পাকিস্তানের মাটি থেকেই দাউদ ভারতে নাশকতা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উঠেছে এমন অভিযোগ।

দাউদ গোষ্ঠীর অপরাধের জাল এতটাই বিস্তৃত যে তার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-এর হাতে। তবে শুধুমাত্র দাউদ বা ডি কোম্পানি নয়, পাশাপাশি ছোটা শাকিল, জাভেদ চিকনা, টাইগার মেনন, হাসিনা পার্কার, ইকবাল মির্চির মত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News