Delhi: জাহাঙ্গীরপুরীর পর শাহিনবাগে বুলডোজার নিয়ে উচ্ছেদ ঘিরে তীব্র বিতর্ক

সংখ্যালঘু অধ্যুষিত দিল্লির শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে নামল দক্ষিণ দিল্লি পুরসভা। বুলডোজার এবং জেসিবি নিয়ে শুরু হয় নির্মাণ ভাঙার কাজ। উচ্ছেদ অভিযান ঘিরে ফের…

সংখ্যালঘু অধ্যুষিত দিল্লির শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে নামল দক্ষিণ দিল্লি পুরসভা।

বুলডোজার এবং জেসিবি নিয়ে শুরু হয় নির্মাণ ভাঙার কাজ। উচ্ছেদ অভিযান ঘিরে ফের সরগরম দিল্লি। বুলডোজার রুখতে পথে নামলেন শাহিনবাগের বাসিন্দারা।

   

সোমবার দিল্লির শাহিনবাগের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন কংগ্রেস কর্মীরা।

এদিন সকাল থেকে দক্ষিণ দিল্লির বিজেপি নিয়ন্ত্রিত পুর নিগমের তরফে নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এরপরেই বুলডোজারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। আপ বিধায়ক আমানুতুল্লাহ কাহ্ন জানিয়ে দেন, যা বেআইনি নির্মাণ ছিল তা আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন আর কাউকে তুলে দেওয়া হবে না। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

প্রসঙ্গত, দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত দক্ষিণ দিল্লির পুর নিগমকে চিঠি দেন। সেখানে তিনি লেখেন, ওই এলাকায় সমাজবিরোধী , বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাস রয়েছে। এরপরেই দক্ষিণ দিল্লির তরফে এই অভিযান শুরু হয়। যদিও পুর নিগমের তরফে জানানো হয়েছে, রাস্তা থেকে বেআইনি দখল সরাতেই এই উদ্যোগ। ৫ মে এই কর্মসূচির কথা ছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশ না থাকায় এই কাজ সম্ভব হয়নি।

এর আগে দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইন নির্মাণ ভাঙার অভিযানকে ঘিরে উত্তাপ ছড়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেই চলে নির্মাণ ভাঙার কাজ। প্রতিবাদে পথে নামেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। বন্ধ হয় উচ্ছেদ। এবার শাহিনবাগে নির্মাণ ভাঙার কাজ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। আবেদন হাইকোর্টে করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।