Srilanka Crisis: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজাপাকসে

অর্থনৈতিক সংকটের মাঝেই এবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মাহিন্দা রাজাপাকসে নিজের ইস্তফাপত্রটি প্রেসিডেন্টের…

অর্থনৈতিক সংকটের মাঝেই এবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মাহিন্দা রাজাপাকসে নিজের ইস্তফাপত্রটি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছেন।

রবিবার রাত থেকেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হয়। এরপরেই সরকার বিরোধী দলগুলি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ের বাইরে আক্রমণ করার পরে রাজধানীতে সেনা বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের হটাতে সেনা ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে কমপক্ষে ২৩ জন আহত হয়েছিল।

১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বিপর্যয়কর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে শ্রীলংকা। দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র সঙ্কট চলছে।

আমদানিতে বিপর্যয় দেখা দেওয়ায় দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। উৎপাদনে ভাটা পড়ায় দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের। দীর্ঘ কয়েক মাসের বিদ্যুৎ বিচ্ছিন্নতা, রেকর্ড মুদ্রাস্ফীতি এবং তীব্র খাদ্য ও জ্বালানি ঘাটতি লংকাবাসী প্রবল ক্ষুব্ধ