‘জিতেন্দ্র তিওয়ারি ঠিক কথাই বলেছেন’, বিজেপি নেতার টুইট নিয়ে মন্তব্য দিলীপের

অমিত শাহের বঙ্গ সফর শেষ হতেই আচমকা গর্জে উঠলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রবিবার তিনি টুইটে লেখেন ‘বাংলায় জিততে চান! তাহলে আগে বাংলার মানুষের…

Dilip Ghosh

অমিত শাহের বঙ্গ সফর শেষ হতেই আচমকা গর্জে উঠলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রবিবার তিনি টুইটে লেখেন ‘বাংলায় জিততে চান! তাহলে আগে বাংলার মানুষের মন জয় করতে হবে’। জিতেন্দ্রকে সমর্থন করে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তিনি জানান, ঠিক কথাই বলেছেন জিতেন্দ্র তিওয়ারি। মানুষের প্রাণ নিয়ে টানাটানি, বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সবই আজ ধ্বংস হতে চলেছে। মানুষ ভয়ের পরিবেশের মধ্যে আছে। কেউ সত্যি কথা বললে বেসুরো হওয়ার কি আছে?

দিলীপ ঘোষ যেভাবে জিতেন্দ্রকে সমর্থন করেছেন তাতে রাজ্য বিজেপি মহল চমকিত। কারণ, আসানসোল পশ্চিমের বিধায়ক অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, বিজেপিকে ইঙ্গিত করে জিতেন্দ্র তিওয়ারি কিছুই করেনি। তৃণমূলকে ইঙ্গিত করা হয়েছে।

এবার দিলীপ ঘোষ সেই টুইট সমর্থন করায় অগ্নিমিত্রার উপর চাপ বাড়ল। গত আসানসোল লোকসভা উপনির্বাচনে অগ্নিমিত্রার সমর্থনে তেমন একটা সক্রিয় দেখা যায়নি দিলীপ ঘোষকে।

জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, আমি একটি সোজা কথা জানিয়েছি। বাংলায় জয় পেতে হলে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপিকে বাংলার মানুষের মন জয় করতে হবে।

লোকসভা খুইয়ে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপির সংগঠন ভেঙে গিয়েছ। এদিকে যে শুভেন্দুর সঙ্গে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, সেই শুভেন্দু এখন নানাবিধ কাজে ব্যস্ত। অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন জিতেন্দ্র। এদিকে জিতেন্দ্রর এককালের প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দলবদল করে তৃণমূলের বিধায়ক হয়েছেন। সব মিলিয়ে বেশ কিছুটা ভেঙে পড়েছে বিজেপি নেতা। মনে করা হচ্ছে দিশাহীন এই টুইট করেছিলেন তিনি।