Hyderabad: বঙ্গ বিজেপির করুণ হাল নিয়ে উদ্বেগে মোদী-শাহ

পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গ বিজেপির আদি নেতারা ভবিষ্যৎবাণী করেছেন, দল বাংলায় বিলুপ্তির পথে। পরিস্থিতি বুঝে চিন্তায় মোদী-শাহ।হায়দরাবাদে (Hyderabad) বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে…

Doubts surround Shuvendu in dealing with the BJP's catastrophic disaster

পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গ বিজেপির আদি নেতারা ভবিষ্যৎবাণী করেছেন, দল বাংলায় বিলুপ্তির পথে। পরিস্থিতি বুঝে চিন্তায় মোদী-শাহ।হায়দরাবাদে (Hyderabad) বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে নেতাদের বক্তব্যে উঠে এল বাংলার কর্মীদের বঞ্চনার কাহিনী।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, কেরল, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে আমাদের ক্যাডারদের খুন হতে হয়েছে। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের হাতে খুন হতে হয়েছে। গোটা দেশ এই সত্যের সাক্ষী৷ বাংলা এবং কেরলে আমাদের কর্মীদের খুন করা হচ্ছে। যে নারকীয় সন্ত্রাস চলছে তা বলে বোঝানো যাবে না৷

তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ ও সিপিআইএম নেতৃত্বে এলডিএফ শাসনে কেরল। দুই রাজ্যের প্রসঙ্গ টেনে একসাথে টিএমসি ও সিপিআইএমকে নিশানা করেছেন ইরানি।

হায়দরাবাদের জাতীয় কর্মসমিতির দিকে শুরু থেকেই নজর ছিল রাজনৈতিক মহলের৷ কারণ, কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চায় বিজেপি তা এই মঞ্চেই ঠিক হওয়ার কথা। বাংলার প্রসঙ্গ উঠে আসতে পরিষ্কার, আগামী দিনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চায় গেরুয়া শিবির৷ তাই সংগঠনের হাল ধরতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের৷

পডুন:

Dudhkumar Mandal: ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’, বিজেপির উপর হামলার ছক করছেন দুধকুমার

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির পরিকল্পনা দেশজুড়ে সমস্ত রাজ্যের ক্ষমতায় আসা। সেই লক্ষ্যেই নেমেছে গেরুয়ে শিবির৷ তাই একাধিক রাজ্যে বিজেপি তহবা এনডিএ শরিক একবার হলেও ক্ষমতায় আসলেও বাংলা এবং কেরল বঞ্চিত করেছে তাঁদেরকে৷ তাই এই দুই রাজ্যেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে তাঁরা। একইসঙ্গে কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে বাম এবং তৃণমূলের কথা দেশের সামনে তুলে ধরতে চান গেরুয়া শিবিরের নেতারা।