সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। ক্লাব এবং কোম্পানির মধ্যে চূড়ান্ত চুক্তি হতে আর কোনো বাধা নেই বলেই এবার মনে হচ্ছে। নতুন সপ্তাহেই হতে পারে চূড়ান্ত চুক্তি পর্ব।
ক্লাবের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন চুক্তির খসড়া। সেই সঙ্গে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া, সই করার ক্ষেত্রে ক্লাবের আর কোনো আপত্তি নেই। ‘ কোম্পানি আমাদের যে দিন সই করতে বলবে আমি সেদিনই রাজি। আমাদের কোনো সমস্যা নেই ‘, বলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।
‘ ইমামি যে খসড়া চুক্তি পত্র পাঠিয়েছিল তাতে আমরা সন্তুষ্ট। চূড়ান্ত কাগজে সই করার ব্যাপারে আমরা একমত। আমাদের আইনজীবীরা প্রয়োজনীয় কাগজ তৈরি করছেন। অল্প কিছু পরিবর্তন করা হচ্ছে। বিনিয়োগকারীদের কাছে রাতেই কাগজ পাঠিয়ে দেওয়া হবে।’
লাল হলুদ জনতার অপেক্ষার অবসান হতে চলছে। সব ঠিক থাকলে নতুন সপ্তাহের যে কোনো দিন চুক্তি সম্পন্ন হতে পারে। শেষবারের বৈঠকের পর থেকে জট কাটার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দুই তরফে দেখা দিয়েছিল ইতিবাচক মনোভাব। সমর্থকদের নিশ্চয়তা দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, চুক্তি হওয়ার রাস্তা ক্রমেই মসৃণ হয়েছে। আলোচনার মাধ্যমে সব সুষ্ঠুভাবে এগোচ্ছে।