Rahul Gandhi: ন্যায়ের অধিকার চাই, মণিপুরী মহিলাদের জন্য বার্তা রাহুলের

লড়াই শুরু করার আগে আপনাদের আশীর্বাদ প্রয়োজন, মণিপুরের মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর এবার ভারত…

লড়াই শুরু করার আগে আপনাদের আশীর্বাদ প্রয়োজন, মণিপুরের মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর এবার ভারত জোড়ো ন্যয় যাত্রা। কন্যাকুমারী থেকে কাশ্মীর ‘ভারত জোড়ো’ যাত্রার পর আজ মনিপুর থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা। এই যাত্রা শুরুর আগে মনিপুরের নারীশক্তির কাছে আশীর্বাদ চাইলেন রাহুল গান্ধী।

রাহুলগান্ধী এক ফেসবুক পোস্টে লেখেন, “আগামীকাল ন্যায়ের জন্য আমাদের যুদ্ধ শুরু করার আগে মণিপুরের মহিলাদের থেকে আশীর্বাদ প্রয়োজন। সঙ্গে হিন্দিতে একটি স্লোগানও লেখেন, গালি, মোহল্লা, সংসদ তক , ন্যায় কা হক, মিলনে তক!”

আজ মণিপুর থেকে শুরু রাহুলের ভারত ন্যয় যাত্রা। পৌঁছবেন ১৫ রাজ্যের ১০০ জেলায়। রাহুল-খড়গে সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। মণিপুর থেকে শুরু হচ্ছে এই জনসংযোগ যাত্রা। এরপর তা পৌঁছবে নাগাল্যান্ডে। সেখান থেকে এক এক করে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে। এরপর বিহারে পৌঁছবেন। সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে পৌঁছবে ন্যয় যাত্রা। সেখানেই শেষ হবে এই যাত্রা।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া ন্যায় যাত্রা আজ হিংসা-বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলি তুলে ধরা হবে কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রায়।

প্রসঙ্গত, ভারত জোড় ন্যায় যাত্রা শুরু করতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের ইম্ফল যাওয়ার কথা ছিল ইন্ডিগোর একটি বিশেষ বিমানে। ঘন কুয়াশার ফলে কম দৃশ্যমানতার কারণে ফ্লাইটটি লেট করেছে। এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের লাউঞ্জে বেশ কয়েকজন কংগ্রেস নেতা অপেক্ষা করছেন।