কংগ্রেস ছেড়ে আম আদমির পথে হাঁটার সম্ভাবনা নভজোৎ সিং সিধুর

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দায়িত্ব সিধুর (Navjot Singh Sidhu) ওপর সামলাতে দিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু সরকারের পতন ঘটে। পাঞ্জাবে তৈরি হয়ে আম আদমি পার্টির…

Navjot Singh Sidhu aam admi aprty

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দায়িত্ব সিধুর (Navjot Singh Sidhu) ওপর সামলাতে দিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু সরকারের পতন ঘটে। পাঞ্জাবে তৈরি হয়ে আম আদমি পার্টির সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিধুকে। তারপর থেকেই কংগ্রেস নিয়ে একাধিক মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলতে শুরু করে।

এরই মধ্যে সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে দেখা করবেন তিনি। আপের কাছেই ফিরছেন সিধু? জল্পনা তুঙ্গে। যদিও বৈঠক নিয়ে ট্যুইট করে নভজ্যোৎ সিং সিধু জানিয়েছেন পাঞ্জাবের অর্থনৈতিক প্রগতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে দেখা করবেন তিনি। একমাত্র সৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাঞ্জাবের উন্নতি করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে অরবিন্দ কেজরিওয়ালের রাবারের পুতুল বলেই কটাক্ষ করেছেন তিনি। পরে অবশ্য ভোল বদল করে মানকে সৎ ব্যক্তি বলে অভিহিত করেন তিনি। পাঞ্জাবের মাফিয়া রাজ একমাত্র তাঁর আমলেই নির্মুল হওয়া সম্ভব বলেও জানিয়েছেন তিনি। তাই সিধুর আম আদমি পার্টিতে যোগদান ঘিরে জল্পনা প্রবল হয়েছে।