Taj Mahal controversy: তাজমহলে তালাবন্ধ রয়েছে হিন্দু দেবদেবী? আদালতে পিটিশন

আগ্রার তাজমহলে (Taj Mahal) ২০ টি বন্ধ ঘরে কী রহস্য লুকিয়ে রয়েছে? তা জানতেই এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা পড়ল। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে তল্লাশি…

Taj Mahal

আগ্রার তাজমহলে (Taj Mahal) ২০ টি বন্ধ ঘরে কী রহস্য লুকিয়ে রয়েছে? তা জানতেই এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা পড়ল। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে তল্লাশি করে দেখার জন্য লখনউ আদালতে পিটিশন জমা দেওয়া হয়েছে। পিটিশন জমা দিয়েছেন ভারতীয় জনতা দলের অয্যোধ্যা মিডিয়া সেলের ইনচার্জ ডঃ রজনীশ সিং।

মামলাকারীর দাবি, তাজমহলের ওই ২০ টি ঘরে কী রয়েছে? তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। আমাদের স্থির বিশ্বাস ওই ঘরে হিন্দু দেবদেবী এবং হিন্দু ভাস্কর্য তালাবন্দি করে রাখা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে আধিকারিক নিয়ে ঘুরে দেখা হোক। যদি কিছু নাই-ই থেকে থাকে তাহলে বিতর্ক থামাতে ঘর গুলি খুলতে কোনও বাধা নেই।

বহু বছর ধরে তাজমহলকে ‘তেজো মহালয়’ নামে একটি মন্দির বলে দাবি করে আসছে কট্টর হিন্দুবাদী সংগঠনগুলি। বারাণসীর বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদ ও মথুরায় শাহি মসজিদ চলার প্রেক্ষিতেই এই দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। যদিও তাজমহলকে ঘিরে বিবাদ পুরাতন নয়। তাজমহল আসলে একটি শিবমন্দির ছিল বলেও দাবি করা হয়।

২০১৭ সালে বিজেপি নেতা বিনয় কাটিয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানান তিনি। শাহজাহান নয় এক রাজার তৈরি তাজমহল কেড়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। সমাজবাদী পার্টি সহ বিরোধীদলগুলির অভিযোগ, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক ইস্যুকে আড়াল করার জন্যই বিভাজনের রাজনীতি করছে বিজেপি। সরকারের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করা হচ্ছে।