ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে এক ইতিহাস রচনা করেছে আজ। চন্দ্রযানের সফল অবতরণের জন্য গোটা বাংলা জুড়ে চলেছে পুজো, হোম যজ্ঞ। হুগলীর গুড়াপে শ্রদ্ধেয় বিজ্ঞানীর বাড়িতেও ছিল প্রবল উৎকণ্ঠা।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সন্ধ্যে ৬ টা ৪ মিনিটে মিলল সাফল্য। কলকাতার বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয় চাঁদের ল্যান্ডার বিক্রমের অবতরণের মুহূর্ত।
এর আগে ২০১৯ সালে ৭ ই সেপ্টেম্বর চন্দ্রযান ২ থেকে অবতরণের চেষ্টা করেছিল ল্যান্ডার বিক্রম। কিন্তু তা সফল হয়নি। পেটের মধ্যেই প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল।
সেই চন্দ্রযান ২ এর অ্যান্টিনা ডিজাইনের দায়িত্বে ছিল হুগলির গুড়াপের বাসিন্দা চন্দ্রকান্ত কুমার। তার ভাই শশীকান্তও ইসরোর মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং গবেষক। তাদের বাড়িতেও প্রবল উৎকণ্ঠা।
Congratulations to all the scientists at @isro as #Chandrayaan3 has successfully soft-landed on the moon. The entire country is proud. Bharat Mata Ki Jai! pic.twitter.com/i1BAyrTZK6
— Salman Khan (@BeingSalmanKhan) August 23, 2023
অন্যদিকে চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় চুঁচুড়ায় হোম যজ্ঞ করেন বিজেপির নেতারা। রায়গঞ্জেও পুজোয় অংশ নেয় স্থানীয়রা। দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের উদ্যোগে আয়োজন করা হয় যজ্ঞের। দেশজুড়ে ফুটে উঠছে উৎসবের চিত্র।
চন্দ্রজন তিন অবতরণের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল জানিয়েছেন, ” ভারত জেতার জন্যই জন্ম নিয়েছে। ভারত জিতেছে। ভারতীয়দের জন্য কোনও কিছুই অসম্ভব নয়। আমাদের বিজ্ঞানীরা আবার প্রমাণ করে দিয়েছে।