গতবারের মতো এবারের ফুটবল মরশুমে ও যথেষ্ট চনমনে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। কলকাতা লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে (Durand Cup) ও শুরু থেকে যথেষ্ট দাপট দেখিয়েছে মোহনবাগান। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে অপ্রত্যাশিত পরাজয় ঘটলেও পরবর্তীতে এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসি ও বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল ঢাকা আবাহনীকে নাস্তানাবুদ করে সবুজ-মেরুন ব্রিগেড। যা দেখে খুশি সকলেই। এক কথায় বলতে গেলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান সুপারজায়ান্টস। তবুও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে যথেষ্ট চিন্তিত বাগান কোচ। কিন্তু কেন?
আসলে ডুরান্ড কাপের ম্যাচ সূচী অনুসারে আগামী ২৭ তারিখ নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে হবে কলকাতার এই প্রধানকে। তা যে মোটেও সহজ নয় তা ভালো মতোই আন্দাজ করতে পারছেন এই স্প্যানিশ কোচ। তাছাড়া জাতীয় দলের ক্যাম্পের জন্য প্রায় ১২ জন ফুটবলারদের ছেড়ে দিতে দল থেকে। এই পরিস্থিতিতে শক্তিশালী মুম্বাইয়ের মুখোমুখি হওয়া যে কতটা বিপদজনক হতে চলেছে তা ভালোই আন্দাজ করতে পারছেন হুয়ান ফেরেন্দো।
তাই সাংবাদিকদের তরফ থেকে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে কোনো কিছু বলা সম্ভব নয়। আগামীকাল থেকে গোটা বিষয়টি নিয়ে ভাবতে চাই। তাছাড়া আমাদের দলের ফুটবলারদের বেশকিছু সমস্যা রয়েছে। তাই সেক্ষেত্রে রিকভারি করার দিকেই বেশি নজর দেওয়া প্রয়োজন।
পাশাপাশি স্ট্রাটেজি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুম্বাই ম্যাচের ক্ষেত্রে ও নাকি এএফসি কাপের মতোই স্ট্রাটেজি রাখার পরিকল্পনা থাকবে। দলের রক্ষনভাগের পাশাপাশি আক্রমণভাগের উপর সমান গুরুত্ব দিয়ে সাজানো হবে ফর্মেশন। তবে এক্ষেত্রে আক্রমণভাগ থেকে নেমে গিয়ে দলের রক্ষনভাগে জমাট বাঁধানোর ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা তৈরি হচ্ছে সবুজ-মেরুনের। এখন সেদিকেই বাড়তি নজর দিতে চাইছেন আইএসএল জয়ী এই কোচ।