Dharma Maha Mela: ফের মোদীর মতুয়া তাস, মান ভাঙাতে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ভাষণ

বঙ্গ বিজেপির মতুয়া বিদ্রোহ সামাল দিতে আসরে মোদী। মতুয়া ‘গুরুঠাকুর’ হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকী (Matua Dharma Maha Mela) সেই উপলক্ষে মতুয়া ধর্মের মহা মেলায়…

Narendra Modi to address Matua Dharma Maha Mela 2022

বঙ্গ বিজেপির মতুয়া বিদ্রোহ সামাল দিতে আসরে মোদী। মতুয়া ‘গুরুঠাকুর’ হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকী (Matua Dharma Maha Mela) সেই উপলক্ষে মতুয়া ধর্মের মহা মেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ধর্মের মহা মেলা হবে।

লোকসভা ও বিধানসভা ভোটের সময় বিজেপির মতুয়া রাজনীতির হাওয়া পরে কমেছে। সূত্রের খবর, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মতুয়া বিধায়কদের কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। পুরসভা ভোটে বিজেপির করুণ হাল ও তিন নম্বরে নেমে যাওয়ার পর ফাটল আরও বেড়েছে। এই অবস্থায় মোদীকে ধরেই মতুয়া রাজনীতিতে মাটি শক্ত করতে মরিয়া বঙ্গ বিজেপি।

বিধানসভা ভোটের আগে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণা জেলার শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়িতে গিয়েছিলেন মোদী। মতুয়াদের বড়মা বীণাপাণি ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন। পরে ২০২১ সালে বাংলাদেশ সফর কালে খুলনার ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে পুজো দেন মোদী। বাংলাদেশের রাজনৈতিক মহলের অভিযোগ ছিল, সেদেশের জমিতে ভারতের রাজনীতি টানছেন মোদী। অস্বস্তিতে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মোদীর মতুয়া মন্দির সফর ধার্মিক কারণ বলে জানানো হয়।

মতুয়া গুরুঠাকুর হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৯শে মার্চ ফের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তরফে বাংলায় লেখা হয়েছে, “আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।”

প্রধানমন্ত্রীর তরফে অপর ট্যুইটে লেখা হয় “২০১৯-এর ফেব্রুয়ারিতে আমার ঠাকুরনগর যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই সফর আমি কখনোই ভুলতে পারিনা। বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”