Shalbani fire: শালবনির জঙ্গলে আগুন, চোরাকারবারিদের কাজ বলে সন্দেহ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী (Shalbani) থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের ভাদুতলার জঙ্গলে আবারও লাগলো ভয়াবহ আগুন। সোমবার জঙ্গলে লাগা আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে…

fire in the forest of Shalbani

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী (Shalbani) থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের ভাদুতলার জঙ্গলে আবারও লাগলো ভয়াবহ আগুন। সোমবার জঙ্গলে লাগা আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে ৬০ নং জাতীয় সড়ক কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এলাকার মানুষদের মধ্যে আতংকের সৃষ্টি হয়।আগুন ছড়িয়ে পড়ে গোটা জঙ্গল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা। দুপুরের পর দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন প্রায় দু কিলোমিটার জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ে।

fire in the forest of Shalbani

বার বার জঙ্গলে আগুন লাগার ঘটনায় বিপাকে পড়েছেন বন দফতরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিকরা। তবে বন দফতরের এর তরফ থেকে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেও অসচেতনতার ছবি উঠে এলো এই দিন।

<

p style=”text-align: justify;”>উঠে আসছে বন মাফিয়াদের বিষয়। জঙ্গলের সম্পদ চোরাচালান হয় এমন অভিযোগ দীর্ঘ দিনের। জঙ্গলমহলের জেলা ও পাহাড়ে বারবার আগুন ধরার পিছনে সন্দেহ বাড়ছে।