Jammu’s Maximum Temp: ৭৬ বছরের রেকর্ড ভেঙে মার্চেই জম্মু জ্বলছে

কাগজে-কলমে এখনও বসন্ত চলছে। কিন্তু বসন্তেই টের পাওয়া যাচ্ছে গ্রীষ্মের দাবদাহ (Maximum Temp)।  উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এরই মধ্যে তীব্র গরম পড়তে শুরু…

temperature in Jammu is rising

কাগজে-কলমে এখনও বসন্ত চলছে। কিন্তু বসন্তেই টের পাওয়া যাচ্ছে গ্রীষ্মের দাবদাহ (Maximum Temp)।  উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এরই মধ্যে তীব্র গরম পড়তে শুরু হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যে প্রতিদিনই তাপমাত্রা বেড়ে চলেছে। সকলকে চমকে দিয়ে মার্চ মাসে ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পৌঁছেছে জম্মুতে।

মৌসম ভবন জানিয়েছে, জম্মুতে রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। ৭৬ বছর আগের এক মার্চ মাসে জম্মুতে এত গরম পড়েছিল। ১৯৪৫ সালের ৩১ মার্চ জম্মুতে তাপমাত্রা পৌঁছেছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে। ২০২২ সালের ২৮ মার্চ সেই রেকর্ড ছুঁয়ে ফেলল।

সোমবার জম্মুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মুতে আরও কয়েকদিন এমনটাই গরম চলবে। সে ক্ষেত্রে অনেকেই আশঙ্কা করছেন, এবার মার্চে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাপিয়ে যাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মেঘমুক্ত, পরিষ্কার। নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তাই আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে।