সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা মানবে না ভারত, ব্রিকস সম্মেলনে কড়া বার্তা মোদীর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রতিটি দেশকেই একত্রিত হতে হবে। বুধবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই সম্মেলনেই…

short-samachar

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রতিটি দেশকেই একত্রিত হতে হবে। বুধবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই সম্মেলনেই সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদকে আর্থিক মদত জোগানোর বিরুদ্ধে সকলকে এক হয়ে কাজ করার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সকলকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। 

   

খালিস্তান ইস্যুতে আমেরিকাকে কড়া বার্তা দিতেই চিনের সঙ্গে বৈঠকে মোদী?

এই ক্ষেত্রে কোনওরকম দ্বিচারিতা গ্রাহ্য করা উচিত নয়। দেশের যুব সম্প্রদায়ের মধ্যে যাতে চরমপন্থা মনোভাব ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে নজর রাখতে হবে। রাষ্ট্রসঙ্ঘেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে।” 

উত্তর ভারতের কাছে হেরে যাব, জনসংখ্যা বাড়াও, নির্দেশ স্টালিন-নাইডুর

সন্ত্রাসবাদের প্রসঙ্গ ছাড়াও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক সহ একাধিক আন্তর্জাতিক সংগঠনের সংস্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও সাইবার নিরাপত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেটে ভুয়ো তথ্য ছড়ানোর বিষয়টি নিয়েও ব্রিকসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন তিনি। 

‘ডানা’-র চোখ রাঙানি সামলাতে ১৫১টি ট্রেন বাতিলের ঘোষণা করল রেল

বুধবার চিনের প্রেসিডেন্ট শি জিংপিঙের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ ইস্যুতে দুপক্ষের ইতিবাচক পদক্ষেপের পর আগামীদিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত দেওয়া হয়েছে ভারত-চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। আর এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে ব্রিকসের অন্যান্য দেশ সহ গোটা বিশ্ব।