খালিস্তান ইস্যুতে আমেরিকাকে কড়া বার্তা দিতেই চিনের সঙ্গে বৈঠকে মোদী?

দীর্ঘ প্রতিক্ষার অবসান। পাঁচ বছর পর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। সম্প্রতি ভারত-চিন দুই দেশই…

দীর্ঘ প্রতিক্ষার অবসান। পাঁচ বছর পর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। সম্প্রতি ভারত-চিন দুই দেশই সীমান্ত নিয়ে নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলেছে বলে দুই দেশের তরফে জানানো হয়েছে। তারপরই চিনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিকমহল। 

উত্তর ভারতের কাছে হেরে যাব, জনসংখ্যা বাড়াও, নির্দেশ স্টালিন-নাইডুর

   

গতকাল মঙ্গলবারই দুই রাষ্ট্রনেতার বৈঠকের কথা জানিয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রি। যা নিয়ে গত বেশকিছুদিন ধরে জল্পনা চলছিল। তবে সীমান্ত সমস্যার সমাধান হওয়ায় দু তরফেই ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞমহল। সম্প্রতি এলএসির দুপারেই দুদেশের সেনা পিছিয়ে গিয়ে পুরোনও অবস্থানে ফিরে যেতে সম্মত হয়েছে।  ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থানে পুনরায় ফিরে যাবে চিনা সেনা পিএলএ।

‘ডানা’-র চোখ রাঙানি সামলাতে ১৫১টি ট্রেন বাতিলের ঘোষণা করল রেল

ডোকলাম ও গালোয়ান সংঘাতের জেরে গত কয়েক বছরে তলানিতে ঠেকেছিল দুদেশের কূটনৈতিক সম্পর্ক। তবে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুদেশের মধ্যে কূটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক কিছুটা উন্নত হবে বলে আশা বিশেষজ্ঞদের। ২০১৯ সালে কর্ণাটকের মহাবলীপুরমে মোদী-জিংপিঙের বৈঠকের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। 

মমতার বক্তব্যে সিলমোহর হাই কোর্টের, স্থগিত হল ৫১ জন ডাক্তারের সাসপেনশন

সম্প্রতি খালিস্তানি ইস্যুতে ভারত-কানাডার সংঘাত শুরু হওয়ায় কানাডার পাশে দাঁড়িয়েছে আমেরিকা। গত কয়েকবছর ধরেই ইউক্রেন ইস্যু থেকে খালিস্তান বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান শক্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ব্রিকসে রাশিয়ার পাশাপাশি চিনের সঙ্গে বিবাদ মিটিয়ে বৈঠকে বসে ওয়াশিংটনকে একরকম কূটনৈতিক বার্তা দিল নয়াদিল্লি। কারণ চিনের বিরুদ্ধে ভারতকেই তুরুপের তাস করতে চেয়েছিল হোয়াইট হাউজ। এবার হয়তো সেই সম্ভাবনায় কিছুটা হলেও জল ঢেলে দিল সাউথ ব্লক। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।