J&K: রহস্যজনক সুড়ঙ্গ ঘিরে উপত্যকায় চাঞ্চল্য

চিন্তা বাড়ল গোয়েন্দাদের। জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একটি এলাকায় বেশ কয়েকটি রহস্যজনক গর্তের খোঁজ পেয়েছেন নিরাপত্তারক্ষীরা।

Advertisements

এদিকে ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে। কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুখপাত্র সংবাদমাধ্যমকের মুখোমুখি হয়ে বলেন, সাম্বা এলাকায় সীমান্তের কাছে একটি এলাকায় কয়েকটি ছোট খোলা জায়গা পাওয়া গেছে, যা একটি সুড়ঙ্গ বলে সন্দেহ করা হচ্ছে। এদিন ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বিএসএফ।

Advertisements

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুর সুঞ্জওয়ান এলাকায় এক এনকাউন্টারে নিকেশ করা হয় দুই জইশ-ই-মহম্মদ (JEM) জঙ্গিকে। এরপর তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন যে এই সাম্বা জেলারই সোপোওয়াল এলাকা থেকে একটি মিনি ট্রাক তাদের তুলে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে কোথাও থেকে অনুপ্রবেশ করেছিল।