Monaj Pandey: সেনাপ্রধান পদে আসছেন প্রথম এক ইঞ্জিনিয়র

সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে (Monaj Pandey), তিনিই প্রথম ইঞ্জিনিয়র হিসেবে স্থল সেনার প্রধান হতে চলেছেন।

প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের মেয়াদ। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন মনোজ পান্ডে।

   

ভারতীয় স্থলসেনার প্রধান পদে মনোজ পান্ডে এমন এক ব্যক্তি যিনি ইঞ্জিনিয়র। তিনি দায়িত্বে আসার পর প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তি কৌশল আরও বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

পিআইবি জানাচ্ছে, ২০২১ সালের ৮ ডিসেম্বর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা ও আরও ১২ জন সেনাকর্মী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তারপর থেকে চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি ফাঁকা। এই পদে কে আসবেন তা নিয়ে আলোচনা চলছে।

চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সংযোগ রক্ষাকারী সর্বোচ্চ পদ। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর যোগাযোগ থাকে সরাসরি। সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি।

গত তিন মাসে সেনাবাহিনীর বেশ কয়েকজন সিনিয়র অফিসার অবসর নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা, লেফটেন্যান্ট জেনারেল সি পি মহান্তি এবং লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন