Mohammedan SC : মার্কোসের গোলেও অক্ষত রইল না মহামেডানের জয়ধারা

দিনের শুরুটা ভালো করেই শেষটা ভালো হল না মহামেডান স্পোর্টিং ক্লাবের ( Mohammedan SC)। আই লিগে (I League) টানা চার ম্যাচ জয় পাওয়ার পর থামল…

দিনের শুরুটা ভালো করেই শেষটা ভালো হল না মহামেডান স্পোর্টিং ক্লাবের ( Mohammedan SC)। আই লিগে (I League) টানা চার ম্যাচ জয় পাওয়ার পর থামল সাদা কালো ব্রিগেডের জয়ের ধারা। সোমবার নেরোকার বিরুদ্ধে গোল করেও দলকে জেতাতে পারলেন না মার্কোস জোসেফ।

কল্যাণীর মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। গোল করেছিলেন সেই মার্কোস জোসেফ। মাত্র তিন মিনিটে এগিয়ে দিয়েছিলেন দলকে।

   

এবারের আই লিগ ক্রম তালিকায় চলছে সাপ-লুডোর খেলা। প্রথম স্থান দখল করার জন্য এ’দিনের ম্যাচে জয় পাওয়াই ছিল মহামেডানের লক্ষ্য। প্রথম কোয়ার্টারের খেলায় ছিল আগ্রাসী মেজাজ। অন্যদিকে খেতাব জয়ের দৌড়ে এখনও রয়েছে নেরোকা। তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ম্যাচে ফেরত আসার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন জেমস সিং, জিতেশ্বর সিং-রা।

মহামেডান গোল করার মিনিট দশ পরেই তারা ফিরে আসে খেলায়। তেরো মিনিটে সাদা কালো রক্ষণ ভেদ করে বল জালে জড়ান মেন্ডি। ১-১ হয়ে যায় স্কোরলাইন। এরপর আর কোনো পক্ষই স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি।

বল পায়ে অনুশীলন করলেও ম্যাচে ছিলেন না মহামেডানের হেনরি কিসেকা। আক্রমণ ভাগে লোক বাড়াতে শীঘ্রই এই গোল মেশিনকে মাঠে নামতে চাইবেন সাদা কালো কোচ। ম্যাচ ড্র হওয়ার ফলে দ্বিতীয় স্থানেই রয়ে গেল মহামেডান।