Sugar Crisis : গমের পর এবার চিনি বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র

দেশে দেখা যেতে পারে চিনির সংকট। এমন আশঙ্কা থেকে বিদেশি চিনি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র সরকার। এর আগে গম বেচার ক্ষেত্রেও এই…

দেশে দেখা যেতে পারে চিনির সংকট। এমন আশঙ্কা থেকে বিদেশি চিনি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র সরকার। এর আগে গম বেচার ক্ষেত্রেও এই পথে হেঁটেছিল প্রশাসন।

ভারত সরকারের এক আধিকারিকের মতে, দেশের চিনির দাম নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নিতে পারে সরকার। সেই লক্ষ্যে চিনি রপ্তানি বা বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এই ভাবনা কার্যকর হলে বিগত ছয় বছরের সেটাই হবে প্রথম।

   

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি মরশুমে ভারত সরকার চিনি রপ্তানি নিয়ন্ত্রণ করতে পারে এবং কেবল ১০ মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমতি দিতে পারে। অনেকেই জানেন যে ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক এবং ব্রাজিলের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। তাই ভারত যদি চিনি রপ্তানি নিষিদ্ধ করে তবে এটি সমগ্র বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে। একই সঙ্গে এই খবরের পর দালাল স্ট্রিটে চিনির শেয়ারের দাম ৫ শতাংশ পর্যন্ত কমেছে।

‘রপ্তানি যাতে ১০ কোটি টনের ম্যাজিক ফিগার পার না হয় সেদিকে নজর রাখতে চায় সরকার।’ সংবাদ সংস্থার জানিয়েছেন এক সরকারি আধিকারিক। ‘প্রথমত, এখনও পর্যন্ত মাত্র ৭.২ মিলিয়ন টন চিনি রপ্তানি হয়েছে । এবং বর্ষা শুরু হলে রপ্তানি তুলনামূলক কমে আসবে। ফলে ১ কোটি টন চিনির পরিসংখ্যান এখনও অনেক দূর।’