পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিবহণমন্ত্রী পি বিশ্বরূপের (P Bishwarup) বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ এদিন সকাল থেকেই জেলার নাম বদলকে কেন্দ্র করে পরিবহণ মন্ত্রী…

fire to the house of Andhra Pradesh Transport Minister P Bishwarup

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিবহণমন্ত্রী পি বিশ্বরূপের (P Bishwarup) বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা৷

এদিন সকাল থেকেই জেলার নাম বদলকে কেন্দ্র করে পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল ক্ষুব্ধ জনতা। বেলা গড়াতে তা রণক্ষেত্র আকার ধারণ করে৷ পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জখম হন ২০ জন।

জানা গিয়েছে, কোনাসীমা জেলার নাম বিআর আম্বেদকর কোনাসীমা জেলা ঘোষণা করা যাবে না। এই দাবীতে জেলা সদর আমালাপুরামে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা৷ বেলা গড়াতেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পরে মন্ত্রীর পরিবারের সদস্যদের নিরাপদস্থলে নিয়ে যায় পুলিশ।

এর পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও স্কুলবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছেন একাধিক জন। স্বরাষ্ট্রমন্ত্রী তেনাতি ভেনিতা জানিয়েছেন, ঘটনায় ২০ জন কর্মী ঘায়েল হয়েছেন। তাঁর কিছু রাজনৈতিক দল ও সমাজ বিরোধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত৷ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ৪ এপ্রিল গোদাবরীর পূর্ব তটে নতুন জেলার নামকরণ করা হয়৷ পরে সেই নাম বদলে বি আর আম্বেদকর কোনাসীমা জেলা করতে চায় অন্ধ্র সরকার৷ যা থেকেই বিবাদের সূত্রপাত। যা আজ রণক্ষেত্র আলার ধারণ করে।