Lok Sabha Election 2024: বিজেপি জিতলে ফের বঙ্গ ভঙ্গ হতে পারে। বাংলায় এমনই দাবি করে অবিজেপি দলগুলি। এবার অন্য সুর শোনা গেল অবিজেপি নেত্রীর গলায়। বিজেপি হারলে রাজ্যভাগের দাবি জোরাল হবে বলেই তিনি দাবি করলেন। তবে বাংলা নয় উত্তরপ্রদেশ ভাঙার দাবি তুলেছেন বিএসপি নেত্রী মায়াবতী।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেহেনজি মায়াবতী ইন্ডি জোটের অন্যতম প্রধান শরিক। রবিবার মুজফফরনগরে তিনি সভা করেন। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার হয়ে জোরাল সওয়াল করেন। তখনই তাঁর মুখে উঠে এসেছে রাজ্য ভাগের প্রসঙ্গ
এদিন মায়াবতী বলেন, “ইন্ডি জোট জিতলে কেন্দ্রে উত্তরপ্রদেশ ভাগের দাবি জোরাল হবে।” কেন্দ্রের অবিজেপি সরকার পশ্চিম উত্তরপ্রদেশ ভেঙে পৃথক রাজ্য গড়বে বলেও আশ্বাস দেন মায়াবতী। এর ফলে সংশ্লিষ্ট এলাকার উন্নতি হবে বলেও দাবি করেন দলিত কী বেটি।
পশ্চিম উত্তরপ্রদেশে ৮ লোকসভা কেন্দ্র আছে। প্রথম দফায় ওই ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। পৃথক রাজ্যের দাবি কতটা সমর্থন পাবে তা জানা যাবে চৌঠা জুন।