Lok Sabha elections 2024: বিজেপি ক্ষমতায় এলে দেশটা আরও হিন্দু রাষ্ট্রের দিকে এগোবে: রাহুল

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha elections, 2024) পারদ এখন তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে প্রথম দফায় ভোট গ্রহণ। রাজনৈতিক দলের…

Bengali actor Rahul Banerjee

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha elections, 2024) পারদ এখন তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে প্রথম দফায় ভোট গ্রহণ। রাজনৈতিক দলের কর্মী থেকে প্রার্থীদের এখন ব্যস্ততা গগণচুম্বী। মিটিং মিছিল থেকে ফ্লেক্স সাঁটা, কোনও কিছুরই বাদ নেই। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। আর ঠিক এই মুহূর্তে কী বলছে বাংলা সিনেমা জগতের অন্দরমহল? সেই খোঁজই নিল Kolkata 24×7।

অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জী Kolkata 24×7কে ফোনে জানালেন যে, “এই বছরে বিজেপি ক্ষমতায় এলে দেশটা আরও হিন্দু রাষ্ট্রের দিকে এগোবে।” একটু থেমে তিনি আরও জানালেন যে, “এই বছরের ভোটটাও তো ধর্মের ভিত্তিতে হবে। সাম্প্রদায়িকতাকে ভিত্তি করে ভোট পড়বে ভোট বাক্সে।” রাহুল বরাবরই প্রতিবাদের মুখ হিসেবে পরিচিত। সোজা কথা সোজা ভাবে বলতে ভালবাসে রাহুল। তাঁর রাজনৈতিক অবস্থান খুবই স্পষ্ট তবুও তিনি নিজেকে পদাতিক সৈনিক বলতে ভালবাসেন।

তাঁকে জিজ্ঞাসা করলাম, “ভোটের আগে বা পরে বাংলা ইন্ডাস্ট্রির ভিতরের চিত্রটা কি বদল হয়?” তিনি একটু ভেবে বললেন, “না ভোটের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির তেমন কোনও সম্পর্ক নেই। এখানে সবই এক থাকে।” আবারও জিজ্ঞাসা করলাম, “এই বছর ভোটে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে কী হতে পারে?” উনি একটু হেসে বললেন, “অনেক কিছুই চাপিয়ে দেওয়া হবে। কী পড়বেন, কী খাবেন, কী লিখবেন ইত্যাদি ইত্যাদি।”

একটু থেমে তিনি আরও জানালেন যে, “রাম মন্দির যখন প্রতিষ্ঠা করা হলো তখনই তো সাম্প্রদায়িকতার ধ্বজা উড়িয়ে প্রচার করা হলো।” তাঁকে জিজ্ঞাসা করলাম, “তোমাদের ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই তো অন্য দলের প্রার্থী, এই নিয়ে কী বলবে?” তিনি হাসতে হাসতে বললেন, “আমার লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ তো আমার খুবই ভাল বন্ধু। কিন্তু ও জানে আমি অন্য দলের আদর্শে বিশ্বাসী। তাই সায়নী জানে আমি কিন্তু ওকে ভোট দেবে না। তবুও আমাদের বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।”

জিজ্ঞাসা করলাম, “তুমি কি সায়নীর জন্য মিছিলে হাঁটবে?” তিনি বললেন, না। আমার কাছে আদর্শটা বড়।” জিজ্ঞাসা করলাম, “এই রাজ্যে তৃণমূলের কেমন ফল হবে বলে মনে হচ্ছে?” তিনি বললেন, ” ইদানীং দুর্নীতি ইস্যুতে তৃণমূল বেশ ব্যাকফুটে। আর আমি যেহেতু প্রচুর গ্রামে গিয়ে যাত্রা করি সেখানে কিন্তু ওই গেরুয়া ঝান্ডা দিয়ে শিবের ছবি আঁকা পতাকার অজস্র দেখেছি। ” সবশেষে জিজ্ঞাসা করলাম, “সিপিএম কেমন ফল করবে বলে মনে হচ্ছে?” তিনি বললেন, “সেটা তো জনগন ঠিক করবে। আমি তো কেবল একজন সৈনিক।”