IPL 2024: কাজে এল না রোহিতের লড়াকু ইনিংস, জয় ছিনিয়ে নিল চেন্নাই

টানা দুই ম্যাচ জয়ের পর আইপিএলে (IPL 2024) ফের হোঁচট খেল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে তারা পরাজিত হল চেন্নাই সুপার কিংসের কাছে।‌ রবিবার সন্ধ্যায়…

Chennai Super Kings, IPL 2024

টানা দুই ম্যাচ জয়ের পর আইপিএলে (IPL 2024) ফের হোঁচট খেল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে তারা পরাজিত হল চেন্নাই সুপার কিংসের কাছে।‌ রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের জার্সিতে নিজের ২৫০ তম ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সমর্থকদের। অপরদিকে এই সিজনে টানা তিন ম্যাচ জয়ের হাতছানি ছিল পান্ডিয়াদের কাছে।

কিন্তু শেষ হাসি হাসল গতবারের আইপিএল জয়ীরা। নির্ধারিত কুড়ি ওভারে ২০৬ রান তোলে চেন্নাই। যেখানে তিনটি ছক্কার সুবাদে মাত্র ৪ বলে ২০ রান করে নট আউট থাকেন ধোনি। জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানেই শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। ২০ রানে সহজ জয় ছিনিয়ে নেয় ঋতুরাজরা।

উল্লেখ্য, এই ম্যাচে প্রথমেই টস জিতে বল করা সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর প্রথম ইনিংসের শুরুতে খুব একটা গতিময়তা দেখা যায়নি চেন্নাইয়ের। অজিঙ্ক রাহানেকে প্রথমদিকে নামানো হলেও খুব একটা সফল থাকেননি তিনি। পরবর্তীতে রবীন্দ্র প্যাভিলিয়নে ফিরতেই যথেষ্ট চাপে চলে আসে দল। তবে এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের ৬৯ রানের লড়াকু পারফরম্যান্সে আবারও ফর্মে ফিরে আসে চেন্নাই। সেখান থেকে পরবর্তীতে দলের হাল ধরেন শিবম দুবে। ৩৮ বলে করেন ৬৬ রান। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির ফিনিশে বড়সড় টার্গেট দিয়ে বসে দল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে প্রতিপক্ষ দল। ওপেনার রোহিত শর্মার পাশাপাশি ইশান কিষানের যুগলবন্দীতে যথেষ্ট ভালো শুরু করেছিল মুম্বাই। কিন্তু পাওয়ার প্লের মধ্যেই ছন্দপতন। আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে আসতে হয় ইশান কিষানকে। পরবর্তীতে সূর্য কুমার‌ যাদবের দিকে সকলের নজর থাকলেও ডাহা ফেল হয়ে ফিরে আসতে হয় তাকে।

অপরদিকে, দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা লড়াই চালিয়ে যান ব্যাপকভাবে। তিলক ভার্মা থেকে শুরু করে অধিনায়ক হার্দিক পান্ডিয়া কিংবা টিম ডেভিড সকলেই ব্যর্থ থাকেন এই ম্যাচে। তাই রোহিত শর্মা একক প্রয়াসে ৬৩ বলে ১০৫ রানের ইনিংস খেললেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিলনা।