শিয়রে লোকসভা নির্বাচন৷ একদিকে যেমন ভোটপ্রচারে উত্তাপ বাড়ছে রাজ্য-রাজনীতির আঙিনায়, তেমনই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে শাসক-বিরোধী তরজায়৷ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা থেকে বিরত থাকছেন না কেউই৷ এই যেমন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাই ধরুন৷ লোকসভার সাংসদ বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে তিনি বলে বসলেন, “দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার যদি পরিকল্পনা থাকে, তবে ভোটের আগেই বিয়ে করে ফেলুন।”
আরও পড়ুন: Uniform Civil Code: বিধানসভায় পেশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল, কী আছে এই আইনে ?
কিন্তু কেন এমন বললেন মুখ্যমন্ত্রী? লোকসভার সাংসদ তথা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট বদরুদ্দিন আজমলকে নিশানা করে হিমন্ত বলেন, “ওঁর যদি দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পরিকল্পনা থাকে, তবে এখনই বিয়ে করে নেওয়া উচিত। নির্বাচনের পরে অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হবে, তখন কেউ আইন ভাঙলে পদক্ষেপ করা হবে৷”
আরও পড়ুন: Himanta Biswa Sarma: বিধায়ক কেনা-বেচায় মুখ্যমন্ত্রী হিমন্ত জড়িত এমন অভিযোগ তুললেন বিধায়করাই
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যো অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলছেন। গত বছরই অসমে বহুগামিতা নিষিদ্ধ করতে বিশেষ বিল আনা হয়। আবার, অসম সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সাংসদ বদরুদ্দিন সম্প্রতি বলেছিলেন, তিনি যদি ফের বিয়ে করতে চান তাহলে তাঁকে কেউ বাধা দিতে পারবে না, কারণ তাঁর ধর্ম তাঁকে ফের বিয়ের অনুমতি দিচ্ছে৷ তিনি আরও বলেছিলেন যে, বিজেপি মুসলিমদের উসকানি দিয়ে ভোটের মেরুকরণ করতে চান। কিন্তু, মুসলিমরা তা হতে দেবেন না।
ইউনিফর্ম সিভিল কোড আসলে কী?
UCC বিলের অন্তর্ভুক্ত বিষয়গুলি হল-
বিলে সব ধর্মেই বিবাহের ক্ষেত্রে অভিন্ন ব্যবস্থা থাকবে।
বহুবিবাহ অনুমোদিত হবে না।
সব ধর্মের মানুষকে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর৷
ছেলেদের বিয়ের বয়স ২১ বছর৷
আরও পড়ুন: TMC: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অসমের বাঙালি অধ্যুষিত এলাকায় তৃণমূল নামছে ভোটে
মুসলমানদের মধ্যে ইদ্দত ও হালালা নিষিদ্ধ করতে হবে।
যদি লিভ-ইন রিলেশনশিপ থাকে, তাহলে তা বাবা-মাকে জানাতে হবে।
সব ধর্মেই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অভিন্ন আইন-শৃঙ্খলা থাকতে হবে।
ব্যক্তিগত আইনে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ হওয়া উচিত।
উত্তরাধিকারে কন্যার সমান অধিকার রয়েছে।