LPG Gas Price: ভোটের আগে এক ঝটকায় দাম কমল গ্যাসের, জানুন নতুন রেট

মাসের শুরুতেই এক ঝটকায় কমল রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম। আজ সোমবার ১ এপ্রিল তেল কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ও পাঁচ কেজি এফটিএল…

মাসের শুরুতেই এক ঝটকায় কমল রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম। আজ সোমবার ১ এপ্রিল তেল কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ও পাঁচ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবার ৩০.৫০ টাকা কমানো হল। ১ এপ্রিল থেকে দিল্লিতে এর নতুন দাম পড়বে ১৭৬৪.৫০ টাকা। ৫ কেজি এফটিএলের দাম এখন ৭.৫০ টাকা কমেছে। গত ১ মার্চ এলপিজির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল তেল সংস্থাগুলি। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হলেও সিলিন্ডার প্রতি দাম বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম ছিল আলাদা ছিল। ১ মার্চ থেকে দেশের সব মেট্রো শহরে ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।

   

উল্লেখ্য, ১ মার্চ, সরকার দেশীয়ভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উইন্ডফল প্রফিট ট্যাক্স প্রতি টন ৩,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪,৬০০ টাকা করেছে। এই কর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (এসএইডি) আকারে ধার্য করা হয়।