Jamal Kudu: চ্যালেঞ্জের মুখে জামাল কুদু, হাজির ‘পেঁচার পুত’

ভোটের গরম হাওয়া বইছে। হরতাল, হিংসা-আগুন ধরানো, ধরপাকড় সবই চলছে যেমন বাংলাদেশের প্রতিটা জাতীয় নির্বাচনে হয়। এসবের মাঝে আরও এক ঝড়-‘পেঁচার পুত’! বাংলাদেশের চরম উত্তেজনার…

ভোটের গরম হাওয়া বইছে। হরতাল, হিংসা-আগুন ধরানো, ধরপাকড় সবই চলছে যেমন বাংলাদেশের প্রতিটা জাতীয় নির্বাচনে হয়। এসবের মাঝে আরও এক ঝড়-‘পেঁচার পুত’! বাংলাদেশের চরম উত্তেজনার রাজনৈতিক আবহে নির্বাচনী স্লোগানগুলোকে তুড়ি মেরে উ়ড়িয়ে দিয়েছে ‘পেঁচার পুত’ গান। নির্বাচন ৭ জানুয়ারি। এর মাঝে ‘পেঁচার পুত’ ঝড়ে বেসামাল (Jamal Kudu) জামাল কুদু।

পদ্মা-মেঘনা-ধলেশ্বরীর দেশে রিমেক হাস্যকর গানের জুড়ি মেলা ভার। কাতার ফুটবল বিশ্বকাপের সময় যেমন ঝড় তুলেছিল বাংলাদেশি প্যারোডি গান ‘ভাতার আমার কাতার গেছে…’। বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিষয়ে এই গানটির ভিডিও চরম হাসির খোরাক তুললেও স্বামী বিচ্ছিন্না স্ত্রীদের ‘জ্বালা’ স্পষ্ট করে দিয়েছিল। রোজগারের জন্য কাতার প্রবাসী বাংলাদেশি ‘ভাতার’ (স্বামী)-দের বিষয়টিও উঠে এসেছিল।

এবার বাংলাদেশের সর্বত্র জনসাধারণের মোবাইলে বাজছে ‘পেঁচার পুত’ গান। দলীয় সমর্থক, ভোটকর্মী থেকে নির্বাচনী আধিকারিকরা যেমন গানটিতে মগ্ন, তেমনই নেতা-মন্ত্রী-সান্ত্রীরাও বিভোর। একটু সুযোগ পেলেই ‘পেঁচার পুত’ শুনছেন সবাই। আর ভোটদাতা জনগণ হিংসাত্মক পরিবেশের মধ্যে ‘পেঁচার পুত’ গানে সাময়িক স্বস্তি খুঁজে নিচ্ছেন।

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক ‘পেঁচার পুত’ ভোটের আগে সবাইকে হারিয়ে ভূত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে চলছে ‘পেঁচার পুত’ ঝড়। এ ঝড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া তছনছ। টেকনাফ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে চট্টগ্রাম বিভাগের বঙ্গোপসাগর লাগোয়া উপকূল অঞ্চলে। আর তেঁতুলিয়ার অবস্থান উত্তরের ব়ংপুর বিভাগে। একেবারে সীমান্তের লাগোয়া পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সংলগ্ন।

‘পেঁচার পুত’ কী? সাধারণ বাংলায় পেঁচার ছানা। শব্দটি মজা করে কাউকে বলা হয়। সেই শব্দটি নিয়েই গানটি বানানো হয়েছে। বলিউডের জনপ্রিয় অ্যানিমেল ছবির গান ‘জামাল কুদু’ অনুকরণে বাংলাদেশে চলছে ‘পেঁচার পুত’।

মূল জামাল কুদু গানটি ইরানের। সেই গানটি নতুন করে অ্যানিমেল ছবিতে ব্যবহার করার পর সামাজিক মাধ্যমে ‘জামাল কুদু’ এখন বিশেষ আলোচিত শব্দ। তাৎপর্যপূর্ণ, এই গানটির ইরানি শব্দগুলোর সাথে আক্ষরিক মিল না থাকলেও বাংলার অনেক শব্দের উচ্চারণগত মিল আছে। এভাবেই তৈরি হয়েছে ‘পেঁচার পুত’। এই শব্দটিও উচ্চারণের কারণে মূল ইরানি গানের সালে হুবহু মিল। ‘জামাল কুদু’ গানের উচ্চারণের সাথে পুরো হাস্যরসাত্মক বাংলা গান ‘পেঁচার পুত’ মিলে যাচ্ছে। দুটি গানই সমানে বাজছে বাংলাদেশিদের মোবাইলে।