Manipur Violence: শান্তি ফিরছে মণিপুরে বলেছিলেন মোদী, ফের গুলিবিদ্ধ একাধিক নিহত

স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ছিল ধীরে ধীরে শান্তি ফিরছে মণিপুরে। (Manipur Violence) মোদীর ভাষণের ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক গুলিবিদ্ধ ও নিহত…

স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ছিল ধীরে ধীরে শান্তি ফিরছে মণিপুরে। (Manipur Violence) মোদীর ভাষণের ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক গুলিবিদ্ধ ও নিহত উত্তরপূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যটিতে। ফের জাতি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। কয়েকজন জখম বলে জানা গিয়েছে।

PTI ও India Today জানাচ্ছে, নতুন করে জাতিগত সংঘর্ষে রাজ্যের উখরুল জেলায় তিন গ্রাম স্বেচ্ছাসেবক নিহত। উখরুল জেলায় হামলা হয় শুক্রবার। তবে স্বেচ্ছাসেবকদের বাকিরা পাল্টা গুলি চালায়। দুপক্ষের সংঘর্ষ হয় কিছুক্ষণ। উখরুল জেলার থোয়াই কুকি গ্রামে তীব্র সংঘর্ষের পর রক্তাক্ত পরিস্থিতি। জানা গেছে, ভোরে থোয়াই কুকি গ্রাম থেকে ভারী গুলির শব্দ শোনা যায়, যার পরে তিন গ্রামবাসী নিখোঁজ হয়। নিখোঁজ তিন জনের প্রাণহীন দেহ আশেপাশের গ্রামবাসীদের ব্যাপক অনুসন্ধানের পরে উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম জামখোগিন হাওকিপ (26), থাংখোকাই হাওকিপ (35) এবং হলেনসন বেইট (24)৷

মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার সঠিক তথ্য দিচ্ছে না। এমনই অভিযোগ বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলগুলির। শুক্রবার মণিপুর সফরে ফের বাম প্রতিনিধিরা। বেশকিছু এলাকা পরিদর্শন করবেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অসমের সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার, ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও বাম নেত্রী দেবলীনা হেমব্রম।

মণিপুরে হিংসার মামলার তদন্তের জন্য সিবিআই 16 আগস্ট সারা দেশে তার ইউনিট থেকে 29 জন মহিলা সহ 53 জন অফিসারকে নিয়োগ করে। দলটিতে তিনজন ডিআইজি রয়েছেন লাভলী কাটিয়ার, নির্মলা দেবী এবং মোহিত গুপ্তা এবং পুলিশ সুপার রাজবীর। এরা যুগ্ম পরিচালক ঘনশ্যাম উপাধ্যায়কে রিপোর্ট করবেন যিনি সামগ্রিক তদন্তের তত্ত্বাবধান করবেন।