বিজেপি শাসিত মণিপুরে মৃত্যুর মুখে বাঙালিরা, পাশে দাঁড়াল শিলচর রামকৃষ্ণ মিশন

   মণিপুরে (Manipur Violence) থাকা বাঙালিরা মৃত্যুর ভয়ে আতঙ্কিত। গলা কেটে খুন করে ঝুলিয়ে রাখার হুমকি পাচ্ছেন তারা। উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলির অন্যতম মণিপুরের…

  

মণিপুরে (Manipur Violence) থাকা বাঙালিরা মৃত্যুর ভয়ে আতঙ্কিত। গলা কেটে খুন করে ঝুলিয়ে রাখার হুমকি পাচ্ছেন তারা। উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলির অন্যতম মণিপুরের জিরিবাম জেলা। জাতি সংঘর্ষ রক্তাক্ত (Manipur Violence) এই জেলা থেকে জীবন নিয়ে পড়শি রাজ্য অসমের কাছাড় জেলায় তারা চলে আসছেন। ঘরছাড়া বাঙালিদের জন্য শরণার্থী শিবির চালু করেছে রামকৃষ্ণ মিশন শিলচর শাখা।

কাছাড় জেলার সদর শহর শিলচরে আশ্রয় নেওয়া মণিপুরের বাঙালিরা বলছেন, জিরিবামে থাকলে গুলি খেয়ে মরতে হবে। ঘরে ঢুকে গলা কেটে খুনের হুমকি দিচ্ছে হামলাকারীরা। লাগাতার জাতিগত হিংসায় বিজেপি শাসিত মণিপুর অশান্ত। রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেসের অভিযোগ পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ দাবি জোরালো হয়েছে।

   

গত এক বছরের বেশি সময় ধরে বিজেপি শাসিত মণিপুরে চলছে মেইতেই ও কুকি দুই জনগোষ্ঠীর সংঘর্ষ। রক্তাক্ত সংঘর্ষের নতুন কেন্দ্র রাজ্যের জিরিবাম জেলা। মণিরুরের এই জেলাটি অসমের কাছাড় জেলার সংলগ্ন। সেই কারণে মণিপুরের বাঙালিরা হাজারে হাজারে ঢুকছেন অসমের দিকে। আন্ত:রাজ্য সীমানায় জিরি নদীর তীরে জিরি ঘাট এলাকায় মোতায়েন সশস্ত্র অসম পুলিশ।

বাঙালি অধ্যুষিত মণিপুরি এলাকায় হামলা, পুলিশের উপর গুলিবৃষ্টি

জিরিবাম থেকে জীবন নিয়ে পালিয়ে আসা বাঙালিদের পাশে দাঁড়িয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন বিবৃতি দিয়েছে, “মণিপুরের জিরিবাম জেলায় মৈতেই মণিপুরি ও কুকি গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেখানকার মানুষ দিশেহারা। নিরাপদে আশ্রয়ের সন্ধানে পালিয়ে আসছেন ওই জেলার আতঙ্কিত মানুষ। কয়েকশো আতঙ্কিত মানুষ সীমান্ত পেরিয়ে কাছাড়ে আশ্রয় নিয়েছেন। মণিপুরের জিরিবাম থেকে পালিয়ে এসে লক্ষীপুরের মারকুলিনে আশ্রয় নিয়েছেন উপজাতি মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন গির্জা, স্কুল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে।”

বিবৃতিতে মিশনের তরফে বলা হয়েছে, “স্বামীজীর আদর্শ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল উদ্দেশ্য “শিব জ্ঞানে জীব সেবা” এই সংকল্প নিয়ে বিগত ১২ জুন থেকে ওইসব মানুষকে শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ত্রাণসামগ্রী দিয়ে আসছে। বুধবারও মিশনের তরফে প্রায় দেড় হাজার মানুষের মধ্যে এক সপ্তাহের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।”

বারাণসীতে এ কী কাণ্ড! উড়ন্ত চপ্পলের ল্যান্ডিং পয়েন্ট মোদীর বুলেটপ্রুফ গাড়ি