বারাণসী থেকে থেকে দ্বিতীয়বার জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর লোকসভা ভোটের ফল প্রকাশের পর, এই প্রথমবার নিজের সংসদীয় এলাকাতে গেলেন প্রধানমন্ত্রী। কাশীর বিশ্বনাথ মন্দিরে নিজের হাতে করলেন বিশেষ পুজো। কিন্তু তারই মাঝে এরকম একটা অপ্রীতিকর ঘটনা যে তাঁর জন্য অপেক্ষা করছিল, তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করেননি তিনি। জয়ের এমন উপহারও যে পাওয়া যাবে, সে কথা বোধহয় মোদীর ভক্তরা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি।
বারাণসীর রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল মোদির বুলেটপ্রুফ কনভয়। রাস্তার দুপাশে বেশ ভিড়ও হয়েছিল। মোদীর নামে দেওয়া হচ্ছিল জয়ধ্বনি। আর তারই মধ্যে হঠাৎ করে মোদীর বুলেটপ্রুফ গাড়ির দিকে উড়ে আসে একটা চপ্পল। গাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষী বনেটের উপরে এসে পড়া সেই চপ্পলটিকে মুহূর্তের মধ্যে হাত দিয়ে সরিয়েও দেন। কিন্তু ততক্ষনে উৎসাহী জনতার অনেকের মোবাইল ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে সেই মুহূর্ত। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই মুহূর্তেরই ছবি।
বারবার সিংহ গর্জনে চমকাচ্ছে সিপিআইএম, নিম্নস্তরে বামফ্রন্ট অবলুপ্তির দাবি
বারাণসীর পথে যখন মোদীর নামে জয়ধ্বনি চলছে, ঠিক সেই সময় হঠাৎ করে এই ঘটনা নিঃসন্দেহে বড়সড় বিতর্কের সৃষ্টি করেছে। যদিও কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, সেসম্পর্কে এখনও অব্দি কোনও যথাযথ তথ্য পাওয়া যায়নি। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই ঘটনা।
গোটা দেশে যেভাবে মোদী ম্যাজিক কাজ করবে বলে দাবি করা হয়েছিল, কার্যক্ষেত্র সেটা হয়নি। এমনকি তাঁর নিজের কেন্দ্র এই বারাণসীতেও একটা সময় প্রায় ছয় হাজার ভোটে পিছিয়ে ছিলেন নরেন্দ্র মোদী। এমনকি অনেক নির্বাচনী ইতিহাসবিদদের মতে, এখনও অব্দি সবথেকে কম মার্জিনে জেতা প্রধানমন্ত্রী নাকি তিনিই। এরই মধ্যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে নিজের সংসদীয় এলাকায় প্রথম ভিজিটে গেলেন মোদী। কিন্তু জয়ের সংবর্ধনার পাশাপাশি, এরকম উপহার পেয়ে তাঁর মনের অবস্থা ঠিক কি হয়েছে, সেটা জানা যায়নি।