পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে: অধীর চৌধুরী

পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রদেশ…

পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chowdhury) অধীর চৌধুরী।

বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল। তাঁঁর এমন দাবিতে তীব্র শোরগোল রাজনৈতিক মহলে। 

   

তিনি বলেন, ব্যালট পেপার যারা ছাপায় তাদের কাছ থেকে চাবি চাইছে পুলিশ। তেমনই তিনজন সরকারি অফিসার চাবি দেননি। তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। অধীর চৌধুরীর দাবি, এই ঘটনা ঘটেছে পুরুলিয়ায়।

রাজ্য পুলিশকে নিশানা করে অধীর চৌধুরী জানিয়েছেন, “ব্যালট পেপার যারা ছাপায় সেই অফিসাররা যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে, সেই চাবি পুলিশ চাইছে। ওই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ার তিনজন অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে তৃণমূল। যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে তাদের নকল ব্যালট এর মাধ্যমে জয়কে নিশ্চিত করতে চাইছে ।

মুখ্যমন্ত্রীর দিকে তোপ ছুড়ে অধীর চৌধুরী আরো বলেন, স্বাভাবিকভাবেই বাংলায় আগামী দিনে নির্বাচনকে প্রহসনে পরিবর্তন করার জন্য তৃণমূলের নেত্রীর নির্দেশে এই বাংলার প্রশাসন, পুলিশ সবাই সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছে।

অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ” যেখানে দেড় লক্ষ নমিনেশন জমা দিল বিরোধীরা। তার মধ্যে সবথেকে কম নমিনেশন জমা দিতে পেরেছে ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটি। এর থেকে দুর্ভাগ্য এর থেকে নির্লজ্জের কিছু হতে পারেনা। তিনি আরো জানিয়েছেন, এই ভয়ংকর অপবাদ যে তিনি দিলেন সেটা যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এবং আইনত ব্যবস্থা নেয়া উচিত”।