Kiyan Nassiri: মোহনবাগান ছাড়তে পারেন কিয়ান?

দল বদলের বাজারে আচমকা ভাসতে শুরু করেছে কিয়ান নাসিরির (Kiyan Nassiri) নাম। সবুজ মেরুন (Mohun Bagan) শিবিরে ২২ বছর বয়সী এই ফুটবলারের ভবিষ্যত্ কী সে ব্যাপারে উঠতে শুরু করেছে প্রশ্ন।

kiyan nassiri

দল বদলের বাজারে আচমকা ভাসতে শুরু করেছে কিয়ান নাসিরির (Kiyan Nassiri) নাম। সবুজ মেরুন (Mohun Bagan) শিবিরে ২২ বছর বয়সী এই ফুটবলারের ভবিষ্যত্ কী সে ব্যাপারে উঠতে শুরু করেছে প্রশ্ন। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে গুঞ্জন, কিয়ান নাসিরি গিরিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ভারতের একাধিক ক্লাব।

ভারতীয় ফুটবল আকাশে ধূমকেতুর মতো এসেছিলেন কিয়ান নাসিরি গিরি। বাবা জামশেদ নাসিরির ছত্রছায়া থেকে বেরিয়ে তৈরি করেছিলেন নিজের আলাদা পরিচয়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সাড়া ফেলে দিয়েছিলেন উদীয়মান এই ফুটবলার। সেই ম্যাচের পর কেটে গিয়েছে অনেকগুলো ম্যাচ। আগের থেকে আরও কিছুটা পরিণত হয়েছেন কিয়ান। বাগানের জুনিয়র দল থেকে সিনিয়র দলে উঠে এসেছেন তিনি। সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দর পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন অল্প সময়ের মধ্যে। তবে আগামী দিনেও কিয়ান যে মোহন বাগানের হয়ে খেলবেন এমনটা ভালো সম্ভব নয়। বিশেষ করে আধুনিক, পেশাদার ফুটবল জমানায়।

   

শোনা যাচ্ছে, কিয়ান নাসিরিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভারতীয় ফুটবল সার্কিটের একাধিক ক্লাব। যদিও কোন কোন ক্লাব কিয়ানের প্রতি আগ্রহী সে ব্যাপারে স্পষ্ট করে কিছু আপাতত জানা যায়নি। মোহন বাগান সুপার জায়ান্ট তরুণ ভারতীয় ফরোয়ার্ডকে ধরে রাখার ব্যাপারে কতটা আগ্রহ দেখাবে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, মোটা অংকের প্রস্তাব দেওয়া হলে কিয়ানকে নিয়ে নতুন করে ভাবতে পারে বাগান টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লীগের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে দেশের অন্যতম পেশাদার ক্লাব হয়ে উঠেছে মোহন বাগান।

তরুণ এবং প্রতিভাধর ফুটবলারদের ভিড় দলের স্কোয়াডের অন্যতম বৈশিষ্ট্য। কিয়ান তেমনই এক ফুটবলার যার মধ্যে রয়েছে প্রচুর সম্ভাবনা। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন গোল করার পর থেকে কিয়নের পা থেকে গোল এসেছে খুব কম। তবে কোচ তার প্রতি আস্থা হারাননি। বরং গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামিয়েছে তাকে। গোল না পেলেও খেলা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন কিয়ান। সর্বপরি টিম ম্যান হিসেবে নিজেকে অনেকটা প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি।