Manipur-355: মণিপুরে ৩৫৫ জারি করে মুখ পড়ল কেন্দ্রীয় শাসকদলের

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় হামেশাই সংবিধানের ৩৫৫ নম্বর অনুচ্ছেদ জারির দাবি জানিয়ে থাকে বিজেপি। এবার ৩৫৫ বিজেপি শাসিত রাজ্য মণিপুরে (Manipur Issues 355 ) প্রয়োগ করতে বাধ্য হল কেন্দ্র। ফলত বিজেপি শাসিত ওই রাজ্যের আইন শৃঙ্খলার ভার কেন্দ্রীয় সরকার নিজের হাতে তুলে নিল।

Manipur Issues 355

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় হামেশাই সংবিধানের ৩৫৫ নম্বর অনুচ্ছেদ জারির দাবি জানিয়ে থাকে বিজেপি। এবার ৩৫৫ বিজেপি শাসিত রাজ্য মণিপুরে (Manipur Issues 355 ) প্রয়োগ করতে বাধ্য হল কেন্দ্র। ফলত বিজেপি শাসিত ওই রাজ্যের আইন শৃঙ্খলার ভার কেন্দ্রীয় সরকার নিজের হাতে তুলে নিল।

রাজ্য প্রশাসন ব্যর্থ হলে তবেই সংবিধানের ওই অনুচ্ছেদ প্রয়োগ করে কেন্দ্র। এটি ৩৫৬ ধারা অর্থাত্‍ রাষ্ট্রপতি শাসন জারির আগের পর্ব। অবিজেপি শাসিত কোনও রাজ্যে এই পদক্ষেপ করতে হয়নি বর্তমান কেন্দ্রীয় সরকারকে।
বিরোধীদের বক্তব্য, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হলেই ৩৫৫ জারি করে মুখ পুড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় ক্যাডারের এক আমলাকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ভার দিয়েছে।

উল্লেখ্য, মণিপুর রাজ্যের ১৬টি জেলার ছয়টি অশান্ত। ২৩ টি থানা এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ। কংগ্রেস মণিপুর নিয়ে মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। কর্ণাটকে ভোটের প্রচারে তুমুল ব্যস্ত প্রধানমন্ত্রী, ব্যস্ত অমিত শাহ। তিনি ফোনে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রসঙ্গত, ৩৫৫ জারির আগে বিশেষ বিমানে দেশের নানা প্রান্ত থেকে সেনাদের ইম্ফলে পাঠানো হয়েছে। মণিপুরে পড়তে যাওয়া পড়ুয়াদের বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে।

নিরাপত্তা রক্ষীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সরকারি বাস ভবনের অদূরেই আদিবাসীদের একটি গোটা পাড়া পুড়িয়ে দিয়েছে মইতই সম্প্রদায়ের লোকেরা। অন্যত্র আক্রান্ত হয়েছে সংখ্যাগরিষ্ঠ এই জাতি গোষ্ঠীর লোকেরাই।