Ayodhya: অযোধ্যায় প্রকাশ্যে তরুণীকে পুড়িয়ে খুনের চেষ্টা, পুলিশ চালাল গুলি

যখন একদিকে বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধনে উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাস্থল একই – অযোধ্যা। কলেজ পড়ুয়া তরুণীর…

woman set on fire, representational picture

যখন একদিকে বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধনে উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাস্থল একই – অযোধ্যা। কলেজ পড়ুয়া তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে একেবারে সকলের সামনে মাঝরাস্তায়।

উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার তারুন থানা এলাকার ঘটনা বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক ১৯ বছরের আশু। জানা যাচ্ছে তরুণী কলেজ যাওয়ার পথে অভিযুক্ত যুবক তার পথ আটকায়। এরপর রাস্তার মাঝেই প্রকাশ্যে তাঁর গায়ে পেট্রল ঢেলে দেয় , তারপর আগুন ধরিয়ে দেয় যুবক বলেই অভিযোগ। রাস্তার ধারের গর্তে জমে থাকা জলের উপর লাফিয়ে প্রাণ বাঁচান তরুণী।

যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনা ঘটতেই আশেপাশের স্থানীয়রা ছুটে আসেন। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তরুণীর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ এবং যুবককে তাড়া করে ধরে ফেলে। রাস্তার মাঝেই এনকাউন্টার হয়। ঘটনায় পুলিশের গুলি গিয়ে লাগে যুবকের পায়ে। এনকাউন্টারে এক পুলিশকর্মীও হয়েছেন বলে জানা গিয়েছে।

যুবককে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কেন যুবক এমন কাণ্ড ঘটিয়েছে, তরুণীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, প্রেমঘটিত নাকি কোন আক্রোশ, সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। তরুণী সুস্থ হয়ে উঠলে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।