Rain Alert: সাগরে ফুঁসছে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার জেলায় জেলায় চলবে ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি

আজ সোমবারও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ তো রয়েইছেই, এর পাশাপাশি আজ উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ…

আজ সোমবারও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ তো রয়েইছেই, এর পাশাপাশি আজ উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে সপ্তাহের প্রথম দিনেই এহেন বৃষ্টির পূর্বাভাস শুনে বেজায় মন খারাপ সকলের।

অনেকেই আছেন যারা ইতিমধ্যে বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা সঙ্গে করে নিয়ে বেরোতে ভুলছেন না। আলিপুর আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতায় (Kolkata) বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে মূলত বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে এখন আগামী দিন জায়গায় জায়গায় বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। আজ মূলত আকাশ মেঘলা থাকবে। স্বাভাবিকভাবেই সকলে প্রশ্ন তুলছেন, শীত কি তবে এবার পুরোপুরি বাংলা থেকে বিদায় নিল?

এই উত্তর জানা নেই কারোর। যদিও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বিশেষ সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এদিকে মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কম। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।