Dev New Movie: ফের দেব সঙ্গিনী সৌমিতৃষা, এবার কোন ছবিতে কাজ করবেন দুজনে?

Dev New Movie: টলিউড সুপারস্টার দেবের সঙ্গে আরও একবার জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। নতুন বছরে দেবের আসন্ন ছবি খাদানেই দেখা যেতে পারে সৌমিকে। কয়লা…

Dev New Movie

Dev New Movie: টলিউড সুপারস্টার দেবের সঙ্গে আরও একবার জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। নতুন বছরে দেবের আসন্ন ছবি খাদানেই দেখা যেতে পারে সৌমিকে। কয়লা মাফিয়ার চরিত্রে দেব এই ছবিতে অভিনয় করবেন বলে খবর। পরিচালনার দায়িত্বে থাকবেন সঞ্জয় রিনো দত্ত। তাহলে কবে থেকে শুরু হতে চলেছে এই ছবির শুটিং! সৌমিতৃষার বৃহস্পতি তো এখন তুঙ্গে। দেবের সঙ্গে ব্যাক টু ব্যাক কাজের বিষয়ে কী বলছেন নায়িকা?

শোনা যাচ্ছে ‘খাদান’-এ দেবের নায়িকা হিসাবে দেখা যাবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পালকে। আর ইধিকার পাশাপাশিই থাকবেন দর্শকের আদুরে ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা। এবিষয়ে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু জানিয়েছেন যে, তাঁর কাছে এবিষয়ে এখনও অফিসিয়ালি খবর আসেনি। তাই যদি তাঁকে ছবির জন্য বেছে নেওয়া হয়, তাহলে সবার আগে তিনি জানতে পারবেন। এবং নিশ্চয় আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেবেন সবটা (Dev New Movie)।

   

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই দেবের সংস্থা ও সুরিন্দর ফিল্মের যৌথ প্রযোজনায় শুরু হতে চলেছে খাদান ছবির শুটিং। এর পাশাপাশি 25 ডিসেম্বর দেবের জন্মদিনে দেবের আগামী সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘টেক্কা’র পোস্টার রিলিজের সময় থেকে নতুন করে লাইমলাইটে দেব ও রুক্মিণী মৈত্র (Dev New Movie)। জানুয়ারিতে শুরু শুটিং। অন্যদিকে আবার অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন দেবকে নিয়ে কাজের কথা ভাবছেন। শীঘ্রই সে বিষয়ে ঘোষণাও করবেন বলে খবর। এককথায়, 2023 সালের পর 2024 সালেও একইভাবে বক্স অফিসে রাজ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। সঙ্গিনী মিঠাইও।