Maharashtra Crisis: ইস্তফা দিতে চেয়েছিলেন ঠাকরে

Maharashtra Crisis: সতীর্থরাই তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁরাই এখন মহারাষ্ট্রের সরকার ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। তাই দু’বার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন উদ্ভব ঠাকরে…

uddhav thackeray

Maharashtra Crisis: সতীর্থরাই তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁরাই এখন মহারাষ্ট্রের সরকার ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। তাই দু’বার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray)। কিন্তু দুবারই আটকে দেন শরিক দলের নেতারা৷ সরকার নিয়ে দড়ি টানাটানির খেলার মাঝেই এই খবর ছড়িয়ে পড়া মাত্রই মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

জোট সরকার বাঁচাতে প্রথম দিন থেকে যে তৎপরতা শরদ পাওয়ার দেখিয়েছিলেন তাতে তাঁর নাম নিয়েই জল্পনা চলছে। তিনিই নাকি মুখ্যমন্ত্রীর ইস্তফা আটকে দেন। শোনা যাচ্ছে, ২১ তারিখ থেকে একনাথ শিন্ডে সহ একাধিক বিধায়কদের খোঁজ না পাওয়ার পরেই এই পদক্ষেপ নিতে চেয়েছিলেন উদ্ভব৷ সেই দিনই বিকেলে ঘোষণা করতে চেয়েছিলেন তিনি।

প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সন্দেহ করেছিলেন একনাথ শিবিরে বিধায়কদের সংখ্যা বাড়তে পারে। তাই ইস্তফাই একমাত্র রাস্তা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তখন মহাবিকাশ আগাধির বড় মাপের এক নেতার কথাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ এরপরের দিনেও আরও একবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ফের বর্ষীয়ান নেতার হস্তক্ষেপে তা হয়নি৷

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই মহারাষ্ট্রে মহাবিকাশ আগাধির সরকার গঠনের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। বিজেপির একাধিক পরিকল্পনা সেবার বানচাল করেছিলেন বর্ষীয়ান রাজনীতিবীদ। এখনও সরকার বাঁচাতে শেষ চেষ্টা করে চলেছেন৷ তাঁর সাফ বার্তা, যে কোনও সময় উদ্ভবের সঙ্গে রয়েছেন তিনি৷ মহারাষ্ট্রে এত সহজে সরকার ভাঙতে দেবেন না তিনি।