Assam Flood: চারদিকে জল আর জল…নেই খাওয়ার জল! বরাকের বন্যায় ডুবেছে শিলচর

বায়ু সেনার সর্বশেষ ছবি থেকে স্পষ্ট অসমের বন্যা (Assam Flood) কী ভয়াবহ আকার নিয়েছে। বিশেষত বরাক নদীর উপত্যকায় কাছাড় জেলার সদর শহর শিলচর সম্পূর্ণ বন্যাবন্দি।…

বায়ু সেনার সর্বশেষ ছবি থেকে স্পষ্ট অসমের বন্যা (Assam Flood) কী ভয়াবহ আকার নিয়েছে। বিশেষত বরাক নদীর উপত্যকায় কাছাড় জেলার সদর শহর শিলচর সম্পূর্ণ বন্যাবন্দি। ডুবে যাচ্ছে শিলচর। চারদিকে জল আর জল।

জলবন্দি শিলচর জুড়ে পানীয় জলের অভাব। ভয়াবহ পরিস্থিতি। শিলচরে ত্রাণ পৌ়ঁছনোর কাজ চলছে। শিলচরবাসী প্রতিমুহূর্তে আরও আতঙ্কে, কারণ জল বাহিত রোগের প্রকোপ বাড়ছে। আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরপূর্বের রাজ্যগুলি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের কাছাড় জেলার শিলচর।বন্যায় অসমে বাড়ছে মৃতের সংখ্যা।বন্যার প্রভাবে ২১ লক্ষেরও বেশি মানুষ দুর্দশায়।

কাছাড় জেলার সদর শিলচর শহর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডুবে রয়েছে। সেই সব এলাকায় ত্রাণ সরবরাহের চেষ্টা চলছে। যদিও প্রশাসন এখনও সেখানে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছে না। বায়ু সেনার হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে খাবার, পানীয় জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

শিলচর জেলা প্রশাসন জানাচ্ছে, এ বছর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জন। যার মধ্যে কাছাড় জেলার ৫ জন এবং কামরূপ মেট্রো, মোরিগাঁও ও নগাঁও থেকে একজন করে মারা গেছেন। এ বিষয়ে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) বুলেটিনে বলা হয়েছে, কাছাড় জেলায় একজন নিখোঁজ হয়েছেন। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে খবর। ২২টি জেলায় মোট ক্ষতিগ্রস্ত জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ২১.৫২ লক্ষে, যা আগের দিন ছিল ২৮টি জেলায় ২২.২১ লক্ষ।

এদিকে নগাঁওয়ের কোপিলি, কাছাড়ের বরাক এবং করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।