Maharashtra Crisis: গুয়াহাটিতে ছক তৈরি, নতুন সরকার গড়তে দৌড়লেন শিন্ডে

দিনের পর দিন সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে উদ্ভব শিবির৷ এই মুহুর্তে ৩৯ জন বিদ্রোহী শিব সেনা বিধায়ক একনাথ শিবিরে যোগ দিয়েছেন। আজই সরকার গঠনের (Maharashtra Crisis) জন্য…

Eknath Shinde

দিনের পর দিন সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে উদ্ভব শিবির৷ এই মুহুর্তে ৩৯ জন বিদ্রোহী শিব সেনা বিধায়ক একনাথ শিবিরে যোগ দিয়েছেন। আজই সরকার গঠনের (Maharashtra Crisis) জন্য রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন একনাথ শিন্ডে। এমনটাই জানাচ্ছেন শিন্ডে শিবিরের বিধায়ক সদা সারভানকার৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই গুয়াহাটি থেকে রওনা দিয়েছেন একনাথ শিন্ডে।

গুয়াহাটিতে থাকা বিদ্রোহী শিন্ডে শিবিরের দাবি, মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করার প্রস্তাব রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে রাখা হবে। তবে এই প্রস্তাব দিল্লি থেকে আসবে নাকি, মুম্বইতে গিয়ে একনাথ শিন্ডে প্রস্তাব রাখবেন তা এখনও স্পষ্ট নয়।

শোনা যাচ্ছে, মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। দিল্লিতেই একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক সেরে মুম্বই ফিরে গিয়ে সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন ফড়নবিশ। তবে সেই জল কতদূর গড়াবে তা এখন সময়ের অপেক্ষা৷ এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপি শিবিরে তৎপরতা যে অনেকটা বেড়েছে৷

নয়া সরকার গঠন হলে শিন্ডে শিবির এবং বিজেপি-র প্রতিনিধিদের মন্ত্রিত্ব দেওয়া হবে বলে খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শিন্ডে শিবিরের ছয় জন মন্ত্রিসভায় জায়গা পাবেন। শুরুতে চার জন মন্ত্রী নিযুক্ত করা হবে। উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন একনাথ শিন্ডে৷